স্টাফ রিপোর্টার :
শেরপুরের ঝিনাইগাতীতে ৮১বোতল বিদেশী মদ, ১টি পিকআপসহ মো. আব্বাস আলী (২০) ও মো. শহিদুল ইসলাম (২৬) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার (২১মে) ভোরে তাদেরকে উপজেলার খৈলকুড়া এলাকার মিজান কারওয়াস দোকানের সামনে থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আব্বাস আলী উপজেলার নলকুড়া এলাকার আজাদ হোসেনের ছেলে এবং
শহিদুল ইসলাম গজারীপাড়া এলাকার জয়নাল আবেদিনের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, শেরপুর জেলার ঝিনাইগাতীর সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশী মদ বিক্রয়ের উদ্দেশ্যে শেরপুর শহরের দিকে পিকআপ যোগে রওনা করেছে। এমন সংবাদের প্রেক্ষিতে ঝিনাইগাতীর খৈলকুড়া এলাকার মিজান কারওয়াস দোকান সংলগ্ন পাকা রাস্তার দক্ষিন পার্শ্বে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে একটি পিকআপ আটক করা হয়। এসময় পিকআপের চালক ও চালকের পাশে বসা আব্বাস আলী ও শহিদুলকে
আটক করে। পরে তাদের হেফাজত থাকা ৮১ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিদেশী মদের আনুমানিক অবৈধ বাজার মূল্য ২লাখ ৪০ হাজার টাকা।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বুধবার দুপুরে ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin