স্টাফ রিপোর্টার :
আসন্ন পবিত্র ঈদ উল আযহাকে কেন্দ্র করে সিলেট নগরীর বিভিন্ন এলাকায় অস্থায়ী পশুর হাট বসানো হয়ে তাকে, এতে নগরবাসীর চলাচলে নানান সমস্যার সম্মুখীন হতে হয়।
শাহপরান রহঃ থানাধীন টিলাগড় কলেজ রোড বালুচর পয়েন্ট এলাকায় পশুরু হাট না বসানোর দাবিতে এলাকাবাসী সহ তিনটি সামাজিক সংস্থা ও একটি বাজার কমিটি প্রশাসনের বিভিন্ন দপ্তরে গন সাক্ষর সহ লিখিত অভিযোগ করেন।
সংস্থার নেতৃবৃন্দ জানান যে, বিশেষ করে এলাকাবাসীর সাস্থ্যের কথা মাথায় রেখে ও পরিবেশের ভারসাম্যতা বজায় রাখার ক্ষেত্রে এমন উদ্যোগ নিয়েছে এলাকাবাসী সহ সামাজিক সংস্থাগুলো। নেতৃবৃন্দরা আরও বলেন, পশুর হাট কেন্দ্র করে একটি কুচক্রী মহল চাঁদাবাজি সহ অশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে পারে, এবং পশুর হাট কেন্দ্র করে অরাজকতা সৃষ্টি করে এলাকাবাসীর সুনাম ক্ষুর্ণ সহ চলাচলের রাস্তা নষ্ট হবে। যেহেতু এলাকার প্রধান সড়ক বালুচর পয়েন্ট, সেক্ষেত্রে এই রাস্তার উপর পশুর হাট বসানো কোনোভাবেই এলাকাবাসী মেনে নিতে পারবেনা।
সংস্থার নেতৃবৃন্দরা আরো বলেন, টিলাগড় এমসি কলেজ রোড হতে বালুচর পয়েন্ট উত্তরে নতুন বাজার হয়ে সমগ্র ৩৬ নং ওয়ার্ডবাসীর চলাচল এই রোড ধরে। বিগতদিনে সৈরাচার সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরন মাহমুদ নিপু ও তার দলবল বালুচর এলাকার প্রধান রাস্তায় গরুর হাট বসিয়ে জনসাধারণকে হয়রানিসহ দুর্ভোগে ফেলতো। বালুচর ৩৬ নং ওয়ার্ডে বসবাসরত লোকজন কোরবানি ঈদের আগে ও পরে প্রায় মাস ব্যাপি অস্থায়ী হাট স্থাপনের কারণে ব্যাপকভাবে মানবেতর জীবন যাপন করেন, যেহেতু চলাচলের প্রধান সড়কের ওপর অস্থায়ী গরু-ছাগলের হাট বসে, এখানে বসবাসরত নাগরিকদের যাতায়াতে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়। গরুর হাটের সময় কোনো লোক অসুস্থ হলে তাকে হাসপাতালে নেয়ার জন্য অ্যাম্বুলেন্স চলাচল করা সম্ভব হয়ে ওঠে না। মানুষ মারা গেলেও তার লাশ বহন করা দূরূহ হয়ে পড়ে। এছাড়াও গরু-ছাগলের হাট বসানোর কারণে আবাসিক এলাকাটির বসবাসের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতির সম্মুখিন হয়। এছাড়া এলাকার প্রধান সড়কটিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
যার পরিপ্রেক্ষিতে সারা বছরই প্রধান সড়কটিতে খানাখন্দ থাকায় বসবাসরত সব নাগরিকের যাতায়াতে ব্যাপক অসুবিধা পোহাতে হয়। এসমস্ত সমস্যা যাতে সৃষ্টি নাহয়,দলমত নির্বিশেষে এলাকার সাধারণ মানুষের চলাচলে সমস্যা যাতে না ঘটে, সেই লক্ষ্যে সিলেট জেলা প্রশাসক, সিলেট বিভাগীয় পুলিশ কমিশনার কার্যালয়, এসএমপি পুলিশ কমিশনার, সিলেট সিটি করপোরেশন সহ প্রশাসনের সকল দপ্তরে এলাকা বাসীর সমস্যা উল্লেখ করে বালুচরে পশুর হাট না বসানোর দাবিতে লিখিত আবেদন জানানো হয়েছে ! সামাজিক সংস্থার নেতৃবৃন্দরা আশাবাদী যে, বালুচরে এবার পশুর হাট বসানোর অনুমোদন বাতিল করে এলাকাবাসীর দাবিকে সমর্থন করবেন প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ!