তাহিরপুর, (সুনামগঞ্জ )প্রতিনিধি :
তাহিরপুর উপজেলা মডেল মসজিদ নির্মাণে কাজের ধীরগতি ও দ্রত সময়ের মধ্যে কাজ শেষ করা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সংলগ্ন নির্মাণাধীন উপজেলা মডেল মসজিদের সামনে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, উপজেলা কৃষকদল আহ্বায়ক লুৎফুর রহমান, ইউপি সদস্য জুয়েল আহমদ, তোজাম্মিল হক নাসরুম,প্রমুখ। এসময় দ্রুত মডেল মসজিদ নির্মাণকাজ শেষ না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান মানববন্ধনে উপস্থিত জনতা।
উল্লেখ্য, ইসলামিক ফাউন্ডেশন ও গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে তাহিরপুর উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয় ২০১৯ সালের এপ্রিলে। সেটির কাজ পায় বিশ্বাস বিল্ডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। উপজেলা সদরে ৯ শতক জায়গায় তিন-তলা বিশিষ্ট এই আধুনিক ভবন এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে সাড়ে ১১ কোটি টাকা। নির্মাণকাজ ধীরগতির কারনে ২০২৩ সালের দিকে ঠিকাদারি প্রতিষ্ঠানটিকে কাজ থেকে বিরত থাকতে চিঠি দিয়ে চুক্তি থেকে সরে আসে সুনামগঞ্জ গণপূর্ত অফিস। পরে প্রতিষ্ঠানটি আদালতের দ্বারস্থ হলে ২০২৫ সালেন জুন মাসের মধ্যে নির্মাণকাজ শেষ করতে সময়সীমা বেঁধে দেওয়া হয়।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin