স্টাফ রিপোর্টার :
ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়ন জমি দখল কে কেন্দ্র করে ইউনিয়ন বিএনপি ৬ নং ওয়ার্ড গাজীরচর এলাকার নেতাকর্মী সমর্থকদের মধ্যে দুই গ্রুপের সংঘর্ষ আহত ৬ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১ টা ৩০ মিনিট এর সময় গাজীর চর গাছালী বাজার এলাকায় বলে জানান ভুক্তভোগী মোঃ সুমন ৬ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক।
তথ্যসূত্রে ভুক্তভোগী পরিবারের পক্ষে সাক্ষাৎ সাংবাদিক কে জানান ৫ই আগস্ট এর পর থেকে, ভেলুমিয়া ইউনিয়ন পরিষদ এর বিএনপির নেতাকর্মী সমর্থকদের নির্দেশে কিশোর গ্যাং এর প্রধান নীলখা ও তার দলবল নিয়ে, জবরদস্তি করে জমি দখল হতে শুরু করে বিভিন্ন জায়গা থেকে চাঁদা দাবির অভিযোগ আছে, এরাই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১:৩০ মিনিটের সময় গাজীরচর এলাকার গাছালি মোড় বাজারে এসে জোরপূর্বক জমি দখলের সময় আমি সহ স্থানীয়, গণ্যমান্য ব্যক্তিগণ এবং বিএনপির ওয়াড সাধারণ সম্পাদক রফিক মিস্ত্রি বাধা দিলে নীল খাও তার দলবল মিলে আমাদেরকে এলোপাতাড়ি মারধর করে, স্থানীয় লোকজন ছুটে আসলে দৌড়ে ফালাতে গেলে জনতার হাতে নীলখা মার খায়,এবং ভেলুমিয়া পুলিশ ফাঁড়িতে ফোন দিলে পুলিশ ঘটাস্থল থেকে এসে নীলখা কে আটক করে নিয়ে যান। মারধরের বিষয় ভোলা জেলার বিএনপির উদ্বোধন নেতাকর্মীদের কাছে আমাদের আকুল আবেদন সঠিক তন্ত্রের মাধ্যমে যেন এ ধরনের নেতাকর্মী কে দল থেকে বহিষ্কার করা হয়, তা না হলে আওয়ামী লীগ এর ভিতর আর বিএনপির ভিতর পার্থক্য কি রইল, আমরা মনে করি সাধারণ জনগণের কাছে বিএনপি নেতাকর্মী সমর্থকদের আস্তা উঠে যাবে, তাই সঠিক তন্ত্রের মাধ্যমে এ ধরনের দোষীদের কে দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়া হোক।
মারধরের বিষয় স্থানীয় লিটন গাছালী জানান আমরা মারধরের ঘটনাটি শুনে ছাড়াতে গেলে আমাকে সহ অনেক মহিলা পুরুষ কে এলোপাতাড়ি মারধর করে জখম করে, পড়ে পুলিশ এসে নীল খাকে নিয়ে যায়। স্থানীয় লোকজন এসে সুমন রফিক মিস্ত্রি ও মহিলা সহ প্রায় ৫ থেকে ৬ জনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে, মারধরের বিষয় ভোলা জেলা বিএনপি নেতাকর্মী দের জানানো হয়েছে আইনগত ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিয়েছেন।
মারধরের বিষয় স্থানীয় এসএসসি পরীক্ষাথী মুন্নী, নাঈম,সিফাত,জানান আমরা পরিক্ষা শেষ করে বাড়ি ফিরার সময় নীল খার ছেলে তার গুন্ডাবাহিনী সহ রাস্তা অবরুদ্ধ করে আমাদেরকে মারধরের হুমকি দেন। মারধরের বিষয় ঢাকা পল্টন থানা কেন্দ্রীয় যুবদল নেতা মোঃ রাশেদ সাংবাদিক কে জানান, ভেলুমিয়া ইউনিয়ন আমার জন্মস্থান বাড়ি কিন্তু ইউনিয়ন কিছু বিএনপি নেতাকর্মীদের উস্কানি মূলক নির্দেশ এর কারণে আজকে এ পরিণতি চাঁদাবাজি জমি দখল লুটপাট এর অভিযোগ এই নীল খা এর বিরুদ্ধে আছে, তাই সঠিক তন্ত্রের মাধ্যমে এ ধরনের বিএনপির নাম দিয়ে চাঁদাবাজদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। আমি চাই বিএনপির নাম ভাঙ্গিয়ে জমি দখল অপরাধ মূলক যে কোন কার্যক্রমের সাথে জড়িত যেকোনো ব্যক্তি হোক না কেন তাকে পুলিশের কাছে দিতে হবে, এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।
মারধরের বিষয় অভিযুক্ত নীলখাইয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায় নি, ইউনিয়ন বিএনপি সভাপতি ইউনুস কমান্ডার এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে ফোনে পাওয়া যায় নি। মারধরের বিষয় ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসনাইন পারভেজ এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি সাংবাদিক জানান এখন পর্যন্ত কোন প্রকার অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin