সেলিম মাহবুব ছাতক:
ছাতকে নাগরি বর্ণের সিলটি ভাষা স্বীকৃতি পরিষদ বারকাহন শাখার নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা রবিবার ১৮মে ছাতক সুরমা ব্রিজ উত্তর পাড় গোল চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে। কমিটি গঠন ও আলোচনা সভা শেষে তারা সিলটি নাগরি বর্ণমালার পোষ্টার বিতরণ করেছেন। কমিটিতে রয়েছেন প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার কুতুব উদ্দিন, সহকারী সমন্বয়ক মো: ইব্রাহিম আলী, এডভাইজার কওছর খান, সেক্রেটারি সুমন মিয়া, এসিস্ট্যান্ট সেক্রেটারি হুছাইন আহমদ, প্রেস সেক্রেটারি সুমন আহমদ। সমন্বয়কারীঃ সালমান আহমদ, সাকিল আহমদ, সামিউল আলম(সুজন), মেহেদী হাসান, মোঃ সজিব আহমদ, সোয়েব আহমদ তালুকদার, রকিব আহমদ, আলীম উদ্দিন, আফিজ মিয়া ও জুয়েল মিয়া।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin