সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে ১টি সিআর মামলার ওয়ারেন্টভুক্ত একজন ও ২টি ননজিআর মামলার ওয়ায়েন্ট মূলে ২জন সহ ৩ আসামীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, কোম্পানীগঞ্জ থানার মামলা সিআর ৬/২৩ এর গ্রেফতারী পরোয়ানা ভুক্ত ইসলামপুর ইউনিয়নের নিজগাঁও গ্রামের আব্দুল্লাহ মিয়ার পুত্র মোঃ ইকবাল হোসেন এবং ছাতক থানার ননজিয়ার মামলার (নং৮৪/২৪) ওয়ারেন্ট ভুক্ত আসামী দোলারবাজার ইউনিয়নের জাহিদপুর গ্রামের সিরাজ মিয়ার পুত্র মোঃ বাচ্ছু মিয়া ও আব্দুল জলিলের পুত্র মোঃ দবির মিয়া। এসআই নাজমুল ইসলাম, এএসআই নাছির উদ্দিনসহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে পৃথক অভিযান চালিয়ে শনিবার রাত আসামীদের গ্রেফতার করেন। ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ, আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin