শিরোনাম
ঢাকা বাদামতলীতে পরিবহন শ্রমিকদের উপর বর্বরোচিত হামলার ঘটনায় ও জীবন নাশের হুমকিদাতা দ্রুত গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।  জাতীয়করণসহ ১২ দফা দাবিতে কাপাসিয়ায় মানববন্ধন করেছে বাংলাদেশ সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ফোরাম। সালথায় পারিবারিক সবজি পুষ্টি বাগান বীজ বিতরণ  কালীগঞ্জে ঝড়ে উড়ে গেছে ভিক্ষুকের ঘর, খবর রাখেনি কেউ নওগাঁয় সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ৬০৯ বোতল ফেন্সিডিল উদ্ধার লক্ষ্য টাকার চুক্তিতে বালুচরে রাতের আঁধারে পাহাড় কাটার মহোৎসব চলে প্রত্যন্ত অঞ্চলে আবু তালেবের মানুষ গড়ার কারখানা  বেগমগঞ্জে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বিজয়’৭১ সঙ্গীত একাডেমী’র প্রতিষ্ঠাবার্ষিকীতে রিয়াজ ওয়ায়েজ ছাতকে হত্যা মামলার দুই জন সহ থানা পুলিশ গ্রেফতার করেছে ৩ জনকে
রবিবার, ১৮ মে ২০২৫, ০৪:০২ অপরাহ্ন

কালীগঞ্জে ঝড়ে উড়ে গেছে ভিক্ষুকের ঘর, খবর রাখেনি কেউ

স্টাফ রিপোর্টার / ২২ Time View
Update : রবিবার, ১৮ মে, ২০২৫

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের কালীগঞ্জে কালবৈশাখী ঝড়ে উড়ে গেছে এক প্রতিবন্ধী ভিক্ষুকের ঘর। টিন, বাঁশ, কাঠ সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আশ্রয়হীন প্রতিবন্ধী এখন খোলা আকাশের নিচেই ২১ দিন ধরে অসুস্থ স্ত্রীকে নিয়ে রাত্রিযাপন করছেন।গত ২৮ এপ্রিল উপজেলার দলগ্রাম ইউনিয়নের ১ নং ওয়ার্ডের প্রতিবন্ধী ইউসোফ আলীর ঘর কালবৈশাখী ঝড়ে উড়ে যাওয়ার ঘটনা ঘটে । এ ঘটনায় এখনও পর্যন্ত স্থানীয় জনপ্রতিনিধি কিংবা উপজেলা প্রশাসনের কেউ খোঁজ নেয়নি বলে জানান ওই প্রতিবন্ধী।

১৮ মে সরেজমিনে গিয়ে দেখা গেছে,ওই প্রতিবন্ধীর নিজের কোন জমি নেই অন্যের জমিতে কযেকটি টিন দিয়ে ঘর তৈরি করে থাকতেন । তার একমাত্র সম্বল টিনের ঘরটি উড়ে গেছে কালবৈশাখী ঝড়ে। খোলা আকাশের নিচে পড়ে আছে কাঠের ভাঙ্গাচোরা চোকি, কাঁথা-বালিশ ও হাড়ি-পাতিল।ভাঙা ঘরে উঁকি দিচ্ছে আকাশে ঘনকালো মেঘের আনাগোনা। এই বুঝি নামবে বৃষ্টি। ভিজে যাবে উড়ে যাওয়া ঘরে থাকা বসবাসের বিছানাপত্র। এরকম ভাঙা ঘরে বসে দুশ্চিন্তায় দু’চোখজুড়ে হতাশার ছাপ প্রতিবন্ধী ইউসোফ আলীর। ২১ দিনেও ঘর মেরামত করতে না পারায় অসুস্থ স্ত্রী সারেজা বেগমকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন ওই প্রতিবন্ধী।

প্রতিবন্ধী ইউছোব কান্নাজড়িত কন্ঠে বলেন, “সেদিন মুই ঘরোত অসুস্থ বউয়োক নিয়া শুতি আছুং। আইতোত হুরকা বাতাসে মোর ঘরোত বাতাস আসিয়া ঘর উল্টে দিছে বাবা। মেম্বার-চেয়ারম্যান কাও আইসে নাই। ঠিকমতোন খাবার পাংনা বাবা। মুই ঘর তুলিম কেমন করি।হামার এটেকার চকিদার আসি মোর ভোটের ছবি আর ভাঙ্গা ঘরের ছবি নিয়া গেইছে আর আইসে নাই। ” কায় হামার ঘর ভাল করি দেয় বাবা।

ওই গ্রামের খাইরুল নামের এক ব্যবসায়ী বলেন “অসহায় এই পরিবারটি প্রাকৃতিক দুর্যোগে গৃহহারা হওয়ার ২১ দিন ধরে খোলা আকাশের নীচে বসবাস করছেন। এখনও পরিবারটি সরকারি কোন সহযোগিতা পায়নি ।

এদিকে উপজেলা প্রশাসনের কেউ এখনও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ায়নি বলে জানা গেছে। সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ