বেলাবো প্রতিনিধিঃ
নরসিংদীর বেলাবোতে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তৌফিকুল ইসলাম(২০) এবং জিয়াউল হক জিয়া(৩৫) নামে দুজনকে শুক্রবার রাতে গ্রেফতার করেছে বেলাবো থানা পুলিশ। শনিবার(১৭ মে) এ তথ্য নিশ্চিত করেছেন বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান।
তিনি জানান, এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে।
আটককৃত দুজন হলো উপজেলার বারৈচা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে তৌফিকুল ইসলাম এবং মৃত মোহাম্মদ আলী মাষ্টারের ছেলে জিয়াউল হক জিয়া।
এছাড়া একই এলাকার আঃ সালাম মিয়ার ছেলে নাজমুল মিয়া এবং সুরুজ মিয়ার ছেলে বিল্লাল হোসেনকে আসামী করে ১৬ মে শুক্রবার লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০০০ সনের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (৩) তৎসহ দঃবিঃ ৩২৩ ধারার মামলা রুজু করা হয়।
বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন দলবদ্ধ ধর্ষণের অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ করেন ওই তরুণী। অভিযোগের প্রেক্ষিতে তৌফিকুল ইসলাম ও জিয়াউল হক জিয়া নামে দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা রুজু করে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান আছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin