, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি বাজার এলাকায় ধর্ষণচেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে বাদীর বাড়ীতে লুটপাট-অগ্নিসংযোগ করার অভিযোগ উঠেছে হাবিব নামের এক বখাটের বিরুদ্ধে।
শনিবার (১৭ মে) দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে বিচার দাবী করেছেন ভুক্তভোগী পরিবার। এর আগে গত ২৭ মার্চ লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী এলাকায় এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে। অভিযুক্ত হাবিব সাপ্টিবাড়ি বাজার এলাকার হাফিজ আলীর পুত্র।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী গৃহবধূর স্বামী আব্দুল মালেক বলেন, তিনি ঢাকায় থাকার সুবাদে তার প্রতিবেশী হাবিব মিয়া দীর্ঘদিন থেকে তার স্ত্রীকে উত্যক্ত করে আসছিলো। বিষয়টি স্থানীয় ভাবে অনেককে জানালেও কোন প্রতিকার হয়নি। গত ২৭ মার্চ তাঁর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করে হাবিব। ওইদিন রাতে আদিতমারী থানায় একটি মামলা দায়ের করা হলে আসামীদের গ্রেফতার করে পুলিশ। পরে অভিযুক্ত হাবীব জেল থেকে জামিনে বের হয়ে শুক্রবার সকালে দলবল নিয়ে বাদীর বাড়ি ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ করে। এসময় আগুনে বেশকিছু মালামাল পুড়ে যায়। সে ঘটনার সংবাদ সংগ্রহে গিয়ে তিনজন সাংবাদিক হাবিব ও তার লোকজনের হামলার শিকার হন। এদিকে এ ঘটনায় থানায় অভিযোগ দিলেও পুলিশ মামলা নথিভুক্ত করেনি বলে দাবি করেন ভুক্তভোগী পরিবার। সংবাদ সম্মেলনে হাবীবসহ চিহ্নিত সকল দুর্বৃত্তদের দ্রুত গ্রেফতার ও শাস্তি নিশ্চিতের দাবী জানানো হয়।
সংবাদ সম্মেলনে মালেকের স্ত্রী ও মাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin