সেলিম মাহবুব,:
সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার চেলা নদীতে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। বজ্রপাতের ঘটনায় এক জন আহত ও আহত আরো একজন নিখোঁজ রয়েছেন। শনিবার ১৭ মে ভোর রাতে দোয়ারাবাজার উপজেলার নরশিংপুর ইউনিয়নের শারপিন পাড়া এলাকায় চেলা নদীতে এ দুর্ঘটনা ঘটেছে। বজ্রপাতে নিহতরা হলেন, কোম্পানীগঞ্জ উপজেলার চাটিবহর গ্রামের মজন্মিল আলীর ছেলে মোঃ আফিজ আলী ৫০) ও লামনীগাঁও গ্রামের আমির আলীর ছেলে মোঃ জুয়েল আহমদ (১৯) বজ্রপাতের ঘটনায় আহত মোঃ রুবেল আহমদ (১৯) নিখোঁজ রয়েছে। কোম্পানীগঞ্জ উপজেলার কাঠালবাড়ি গ্রামের মাসুক মিয়ার ছেলে সে। আহত হাফিজুল হক-কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে নিহত মোঃ আফিজ আলীর ছেলে বলে জানাগেছে। নিখোঁজ মোঃ রুবেল আহমদকে উদ্ধারের জন্য ছাতক নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করছে। স্থানীয় সুত্রে জানাগেছে, একটি ইঞ্জিন চালিত স্টিল বডির নৌকা নিয়ে ভোরে বালু উত্তোলনের জন্য কোয়ারী এলাকায় যাওয়ার পথে শারপিন পাড়া এলাকায় তারা বজ্রপাতের শিকার হন। নিখোঁজ, নিহত-আহতরা সবাই নৌকা শ্রমিক। এবং কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা। দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল হক বজ্রপাতে ২ জনের মৃত্যুর সংবাদটি নিশ্চিত করে বলেন, নিখোঁজ একজনকে উদ্ধারের জন্য থানা পুলিশ, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট নদীতে কাজ করছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin