শিরোনাম
সিলেটের নতুন পুলিশ সুপার হিসেবে যোগ দিলেন কাজী আখতার উল আলম সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন মৌলভীবাজার জেলা শাখার অভিষেক ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠিত।  সুনামগঞ্জে নতুন পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে” জেলার চোরাকারবারি, মাদকসহ সবধরনের অপরাধ দমন করার আশ্বাস প্রদান করেন—নবাগত পুলিশ সুপার   বিএনপির চেয়ারপার্সনের সুস্থতা কামনা করে দিরাই বিএনপির ও সহযোগি সংগঠনের উদ্যোগে জগন্নাথ মন্দিরে প্রার্থনা সভা সুনামগঞ্জে খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বহাল ও নীতিমালা সংশোধনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন সুনামগঞ্জে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন এড.নুরুল ইসলাম নুরুল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় মানিকগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত। মল্লিকপুর বগি লাইনচ্যুত: তেলবাহী ওয়াগন ছিলো খালি তাই হয়নি ক্ষয়ক্ষতি  বিএনপির চেয়ারপার্সনের সুস্থতা কামনা করে সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত সিলেট নগরীর বন্দরবাজারে তালহা রেস্ট হাউজে ডিবির অ ভি যা ন ৫ জন গ্রে ফ তা র
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৬:১৬ পূর্বাহ্ন

চুনারুঘাটে বজ্রপাতে ধানকাটা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু, পরিবারে শোকের ছায়া

স্টাফ রিপোর্টার / ১০০ Time View
Update : শনিবার, ১৭ মে, ২০২৫

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ

হবিগঞ্চুজের চুনারুঘাটে শনিবার (১৭ মে)  বিকাল ৩ ঘটিকার দিকে  উপজেলার ১০ নং মিরাশি ইউনিয়নের রতনপুর গ্রামে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। ধান কাটার সময় আকস্মিক বজ্রপাতে ৩৪ বছর বয়সী শ্রমিক মস্তুর আলী ঘটনাস্থলেই মারা যান। এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মৃত মস্তুর আলী রতনপুর গ্রামের লাল মিয়ার পুত্র। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে স্ত্রী ও তিন কন্যা সন্তান, যাদের মধ্যে দুইজন প্রতিবন্ধী, চরম অসহায় অবস্থায় পড়েছেন। মস্তুর আলী দিনমজুরের কাজ করে পরিবারের ভরণপোষণ করতেন।

ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে আসেন এবং গভীর শোক প্রকাশ করেন। খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থলে যান এবং পরিবারের প্রতি সমবেদনা জানান। এই আকস্মিক ও মর্মান্তিক ঘটনায় পুরো গ্রামে শোকের মাতম চলছে। প্রতিবেশীরা ও এলাকার মানুষ মস্তুর আলীর বাড়িতে ভিড় করছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সান্ত্বনা জানাচ্ছেন। এদিকে,এলাকার সচেতন মহল এবং স্থানীয়রা এই শোকের মুহূর্তে মস্তুর আলীর পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন। তারা দেশ ও প্রবাসের সকল হৃদয়বান মানুষের কাছে আর্থিক সাহায্যের জন্য আকুল আবেদন জানিয়েছেন। এই অসহায় পরিবারের সামান্য আর্থিক সহায়তাও তাদের কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে অনেকখানি সাহায্য করবে। সাহায্য পাঠানোর জন্য মস্তুর আলীর বিকাশ পার্সোনাল নম্বর 01738067986 প্রদান করা হয়েছে।

স্থানীয়রা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রতিও আহ্বান জানিয়েছেন, যাতে তারা দ্রুত এই শোকাহত পরিবারের পাশে দাঁড়ায় এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করে। মস্তুর আলীর মত একজন কর্মঠ মানুষের অকাল মৃত্যুতে তার পরিবারে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হবার নয়। এই কঠিন সময়ে সকলের সম্মিলিত সহযোগিতাই পারে পরিবারটিকে কিছুটা হলেও মানসিক ও আর্থিক স্বস্তি এনে দিতে। এই মর্মান্তিক ঘটনা আবারও প্রমাণ করলো যে, প্রাকৃতিক দুর্যোগ কখন কার জীবনে আঘাত হানে তা বলা যায় না। বিশেষ করে খেটে খাওয়া দিনমজুরেরা প্রায়শই এমন অপ্রত্যাশিত বিপদের শিকার হন। মস্তুর আলীর পরিবারের জন্য দোয়া এবং সকলের সাহায্যই এখন তাদের একমাত্র ভরসা।

 

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ