শিরোনাম
হরিরামপুরে বয়ড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত । গোয়াইনঘাটে পুলিশের অভিযানে বিভিন্ন এজাহার ভুক্ত আসামি গ্রেফতার ৮ ভোলায় গ্রাম বাংলা জনকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ বাউফলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ ময়মনসিংহের চরপাড়া এলাকায় যানজট নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত  শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় ক্রীড়া উৎসব  কানাইঘাটে থানার দালাল সফিরের ক্ষমতার বাহাদুরি গোয়াইনঘাটে স্থানীয় পুলিশের ‘লাইনম্যান’ পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি নেপথ্যে কামাল ও আল-আমিন- গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়া ইতিহাসে অমর. সীমিত আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

চুনারুঘাটে বজ্রপাতে ধানকাটা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু, পরিবারে শোকের ছায়া

স্টাফ রিপোর্টার / ১১৩ Time View
Update : শনিবার, ১৭ মে, ২০২৫

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ

হবিগঞ্চুজের চুনারুঘাটে শনিবার (১৭ মে)  বিকাল ৩ ঘটিকার দিকে  উপজেলার ১০ নং মিরাশি ইউনিয়নের রতনপুর গ্রামে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। ধান কাটার সময় আকস্মিক বজ্রপাতে ৩৪ বছর বয়সী শ্রমিক মস্তুর আলী ঘটনাস্থলেই মারা যান। এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মৃত মস্তুর আলী রতনপুর গ্রামের লাল মিয়ার পুত্র। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে স্ত্রী ও তিন কন্যা সন্তান, যাদের মধ্যে দুইজন প্রতিবন্ধী, চরম অসহায় অবস্থায় পড়েছেন। মস্তুর আলী দিনমজুরের কাজ করে পরিবারের ভরণপোষণ করতেন।

ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে আসেন এবং গভীর শোক প্রকাশ করেন। খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থলে যান এবং পরিবারের প্রতি সমবেদনা জানান। এই আকস্মিক ও মর্মান্তিক ঘটনায় পুরো গ্রামে শোকের মাতম চলছে। প্রতিবেশীরা ও এলাকার মানুষ মস্তুর আলীর বাড়িতে ভিড় করছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সান্ত্বনা জানাচ্ছেন। এদিকে,এলাকার সচেতন মহল এবং স্থানীয়রা এই শোকের মুহূর্তে মস্তুর আলীর পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন। তারা দেশ ও প্রবাসের সকল হৃদয়বান মানুষের কাছে আর্থিক সাহায্যের জন্য আকুল আবেদন জানিয়েছেন। এই অসহায় পরিবারের সামান্য আর্থিক সহায়তাও তাদের কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে অনেকখানি সাহায্য করবে। সাহায্য পাঠানোর জন্য মস্তুর আলীর বিকাশ পার্সোনাল নম্বর 01738067986 প্রদান করা হয়েছে।

স্থানীয়রা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রতিও আহ্বান জানিয়েছেন, যাতে তারা দ্রুত এই শোকাহত পরিবারের পাশে দাঁড়ায় এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করে। মস্তুর আলীর মত একজন কর্মঠ মানুষের অকাল মৃত্যুতে তার পরিবারে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হবার নয়। এই কঠিন সময়ে সকলের সম্মিলিত সহযোগিতাই পারে পরিবারটিকে কিছুটা হলেও মানসিক ও আর্থিক স্বস্তি এনে দিতে। এই মর্মান্তিক ঘটনা আবারও প্রমাণ করলো যে, প্রাকৃতিক দুর্যোগ কখন কার জীবনে আঘাত হানে তা বলা যায় না। বিশেষ করে খেটে খাওয়া দিনমজুরেরা প্রায়শই এমন অপ্রত্যাশিত বিপদের শিকার হন। মস্তুর আলীর পরিবারের জন্য দোয়া এবং সকলের সাহায্যই এখন তাদের একমাত্র ভরসা।

 

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ