শেরপুর প্রতিনিধি:
শেরপুরে সাংবাদিক জুবাইদুল ইসলাম বাবুর জানাযা আজ শুক্রবার (১৬ মে) সকাল ১০টায় মরহুমের নিজ বাড়ি প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
জুবাইদুল ইসলাম বাবু- ডুবার চর ভাটিপাড়া মোহাম্মদ আলী সরকার বাড়ীর মৃত জালাল উদ্দিন মাষ্টারের ২য় ছেলে। তিনি গতকাল সন্ধ্যায় মৃত্যু বরন করেন। বাবু এক সময় বঙ্গবীর কাদের সিদ্দিকীর সহকারী ছিলেন। পরে নিজ এলাকা শেরপুরে স্থানীয় দৈনিক তথ্যধারা পত্রিকায় প্রশাসনিক পদে কাজ করতেন এর পর বিভিন্ন জাতীয় গনমাধ্যমে কর্মরত ছিলেন। তার জানাযায় উপস্থিত ছিলেন শেরপুরের বিভিন্ন রাজনৈতিক নেত্রীবৃন্দ , সমাজকর্মী ,পেশাজেবী সংগঠন, প্রফেসর, শিক্ষক ও গনমাধ্যম কর্মীগণ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin