সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতক থানা পুলিশের অভিযানে সিআর মামলার সাজাপ্রাপ্ত ১ জন, জিআর ওয়ারেন্টভূক্ত ১ জন ও পুলিশ আইনের ৩৪ ধারায় ১ জন সহ মোট ৩ আসামী গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে থানার এসআই আখতার, এএসআই সাহাব উদ্দিন, এএসআই বিশ্বজিৎ সঙ্গীয় ফোর্স সহ পৃথক অভিযান চালিয়ে সিআর মামলার সাজাপ্রাপ্ত (১৩৯/১৯)
চরমহল্লা ইউনিয়নের মাটিয়ারচর গ্রামের আব্দুল মনাফের পুত্র আব্দুল জলিল, জিআর মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী (২৪০/২৩) আলমগীর হোসেন এবং ছাতক থানার জিডি নং ৭৪৭ মুলে ছৈলা আফজলাবাদ ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের নিরঞ্জন রবি দাসের পুত্র হৃদয় রবি দাসকে গ্রেফতার করা হয়েছে। ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ গ্রেফতারের বিষয় নিশ্চিত করে জানান, তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin