শিরোনাম
ব্যবসায়ীকে মারধরের অভিযোগে চুনারুঘাটে দুই ছাত্রলীগ নেতা আটক! ছাড়াতে এনসিপি নেতার তদবিরে তোলপাড় ছাতকে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত  ছাতকে ১ম হাবিবুর রহমান দাবা প্রতিযোগিতা সম্পন্ন ছাতকে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত  বিশিষ্ট সমাজ সেবক স্পেন প্রবাসী আলী হোসেন  কেঅর্জুন ঘোষ এর সৌজন্যে সম্মাননা স্মারক  সিলেট-সুনামগঞ্জ সড়কে দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৩ যাত্রী  চুনারুঘাটে অপহরণ নাটকের রহস্য ফাঁস: পুলিশ তদন্তে চমকপ্রদ তথ্য উদঘাটন কানাইঘাট থানা পুলিশ কর্তৃক ওয়ারেন্টভূক্ত ০৪ জন ও নিয়মিত মামলায় ০৩ জন সহ মোট ০৭  গ্রেফতার  দিরাইয়ে ছাত্রছাত্রীদের অংশগ্রহনে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা সম্পন্ন   ঝিনাইগাতী আশ্রয়প্রকল্পের বাসিন্দাদের নিয়ে গ্লোবাল টেলিভিশনের ৩য় বর্ষপূর্তি উদযাপন
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০২:৫১ পূর্বাহ্ন

গুগল ম্যাপে সীমান্তে বিজিবি চিহ্নিত হলেও গায়েব বিএসএফ ক্যাম্প, নিরাপত্তা ঝুঁকিতে উদ্বেগ

স্টাফ রিপোর্টার / ৫১ Time View
Update : শুক্রবার, ১৬ মে, ২০২৫

ছবিঃ সংগৃহীত

সিলেট বুলেটিন ডেস্ক:

বাংলাদেশ-ভারত সীমান্তে নিরাপত্তা জোরদার করলেও প্রযুক্তির মানচিত্রে ঘটছে আশ্চর্যজনক পরিবর্তন। গুগল ম্যাপে স্পষ্টভাবে চিহ্নিত থাকছে বাংলাদেশ সীমান্তের বিজিবি ক্যাম্প, অথচ ভারতের অংশে বিএসএফ ক্যাম্পগুলোর অবস্থান এখন অদৃশ্য।

মেঘালয়ের গারো পাহাড়ঘেঁষা সীমান্তে টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিএসএফের পুশ-ইন ঠেকাতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। সীমান্ত এলাকায় মাইকিং করে স্থানীয় বাসিন্দাদের সচেতন করা হচ্ছে। মসজিদ থেকে ঘোষণা দেওয়া হচ্ছে— সীমান্তে গরু বা বাচ্চা নিয়ে যেতে নিষেধ করা হয়েছে, কারণ বিএসএফ নারী ও শিশুসহ অনেককেই পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে।

সম্প্রতি যমুনা টিভির অনুসন্ধানে উঠে আসে, গুগল ম্যাপে সীমান্ত এলাকার দৃশ্যপটে বিস্ময়কর পরিবর্তন। যেমন, হালুয়াঘাটের গোবরাকোরা বিজিবি ক্যাম্প এখনো স্পষ্টভাবে চিহ্নিত। বিপরীতে ভারতের গাছুয়াপাড়া বিএসএফ ক্যাম্প আর দৃশ্যমান নয়। একইভাবে, বান্দরকাতা বিজিবি ক্যাম্প দেখা গেলেও নামছাপাড়া বিএসএফ ক্যাম্পের কোনো চিহ্ন নেই।

এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নিরাপত্তা বিশ্লেষক ড. তৌহিদুল হক। তিনি বলেন, “এক পক্ষ যখন অপর পক্ষের দুর্বলতা শনাক্ত করতে পারে, কিন্তু অপর পক্ষ তা পারে না— তখন নিরাপত্তা ব্যাহত হওয়ার শঙ্কা থাকে। গুগল ম্যাপে সেনসিটিভ এরিয়াগুলো না থাকা কিছু বার্তা দিচ্ছে আমাদের, যেগুলোর প্রেক্ষিতে আমাদের কৌশলগত পদক্ষেপ পরিবর্তনের সময় এসেছে। এখন শুধু অফলাইনে নয়, অনলাইনেও দায়িত্বশীল হতে হবে।

বিজিবির ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল সরকার মো. মোস্তাফিজুর রহমান জানান, “আমরা জানি বিএসএফের ক্যাম্প কোথায় কোথায় আছে। কিন্তু তারা চেষ্টা করছে সেগুলো লুকিয়ে রাখতে। গুগলে যদি ক্যাম্প লোকেশন সরানো যায়, আমরাও বলব, আমাদের দিক থেকেও তা সরিয়ে নেওয়া হোক।

এদিকে সীমান্তের দুর্গম এলাকায় বিজিবির নজরদারি বাড়ানো হয়েছে। কোথাও নেই কাঁটাতারের বেড়া, চলাচল করছে ভারতীয় যানবাহন। এসব এলাকায় সীমান্ত রেখা বোঝা কঠিন, যা দুষ্কৃতিকারীদের জন্য ঝুঁকিপূর্ণ সুযোগ তৈরি করতে পারে।

বুধবার গভীর রাতে রৌমারী সীমান্তে কালবৈশাখী ঝড় শুরু হলেও দায়িত্ব পালনে অবিচল ছিল বিজিবির একটি দল। বজ্রপাতে শহীদ হন বিজিবি সদস্য রিয়াদ হোসেন। সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতায় কাজ করে যাচ্ছেন বিজিবির সদস্যরা।


এই ক্যাটাগরির আরো সংবাদ