শিরোনাম
হরিরামপুরে বয়ড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত । গোয়াইনঘাটে পুলিশের অভিযানে বিভিন্ন এজাহার ভুক্ত আসামি গ্রেফতার ৮ ভোলায় গ্রাম বাংলা জনকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ বাউফলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ ময়মনসিংহের চরপাড়া এলাকায় যানজট নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত  শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় ক্রীড়া উৎসব  কানাইঘাটে থানার দালাল সফিরের ক্ষমতার বাহাদুরি গোয়াইনঘাটে স্থানীয় পুলিশের ‘লাইনম্যান’ পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি নেপথ্যে কামাল ও আল-আমিন- গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়া ইতিহাসে অমর. সীমিত আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

কুলাউড়ার জয়চন্ডী ইউনিয়ন যুব উন্নয়ন পরিষদের আত্মপ্রকাশ 

স্টাফ রিপোর্টার / ১৭৮ Time View
Update : শুক্রবার, ১৬ মে, ২০২৫

স্টাফ রিপোর্টার :

কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের বিভিন্ন এলাকার যুবকদের একত্রিত করে “জয়চন্ডী ইউনিয়ন যুব উন্নয়ন পরিষদ” নামের একটি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১৬ মে) বিকালে ইউনিয়ন পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় ইউনিয়নের ৩২ টি গ্রাম থেকে শতাধিক তরুণ-যুবক অংশগ্রহণ করেন। দীর্ঘ আলোচনার পর সর্ব সম্মতিক্রমে বিএনপি নেতা মইনুল হক বকুলকে চেয়ারম্যান এবং যুবদল নেতা হেলাল আহমদকে জেনারেল সেক্রেটারি মনোনীত করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্যরা হলেন, ভাইস চেয়ারম্যান- নিজাম উদ্দিন জাবেদ, সাইফুল ইসলাম কাদির, আশরাফুল হক ও সাইফুল ইসলাম। সহ জেনারেল সেক্রেটারি- দুলাল আহমদ, রাহুল আহমদ দুলাল, জুনেদ আহমদ ও আবুল কালাম রাসেল। কোষাধ্যক্ষ মামুনুর রশীদ, সহ কোষাধ্যক্ষ শেখ সালাউদ্দিন, সাংগঠনিক রুবেল আহমদ, সহ সাংগঠনিক শামসুল আরেফিন ও লাভলু আহমদ,

দপ্তর সম্পাদক শাহানুর আহমদ, সহ দপ্তর সম্পাদক সবজুল আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: ইমন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল আহাদ মারুফ, প্রবাসী সম্পাদক দুলাল হোসাইন (ফ্রান্স), জায়েদুল হক মুকুল (ইতালি) এবং হোসাইন আহমদ সিপু (কাতার)।

অনুষ্ঠানে নবগঠিত সংগঠনটির চেয়ারম্যান ময়নুল হক বকুল সংগঠনের লক্ষ ও উদ্দেশ্য সম্পর্কে বলেন, আমাদের দীর্ঘদিনের চিন্তা চেতনার বাস্তবায়ন রুপান্তর হলো আজ। আমাদের জয়চন্ডী ইউনিয়ন কুলাউড়া উপজেলার ১৩ ইউনিয়নের মধ্যে বৃহৎ আয়তনের দিক থেকে কয়েকটির মধ্যে একটি রয়েছে ৯ টি ওয়ার্ড। জনবহুল এই অঞ্চলের এক তৃতীয়াংশ হচ্ছেন চা-শ্রমিক আরো রয়েছে অধিকাংশ কৃষক মজুর খেটে-খাওয়া পরিশ্রমি মানুষের বাস। বর্তমান আধুনিকায়নের যুগে তাল মিলিয়ে চলতে ইউনিয়নবাসী যুবকদের গতিশীল জীবন ব্যবস্তায় পরিচালিত করতে হাতে নেওয়া হবে কর্মমুখী উদ্যোগ ৯ টি ওয়ার্ড থেকে যুবকদের অংশগ্রহণ নিশ্চিত করে পূর্ণাঙ্গ পরিষদ গঠন হবে। আমাদের কার্যক্রম হবে আর্থমানবতার সেবা করা, মাদক মুক্ত সমাজ গড়া, যুবকদের কর্মমুখী করে তুলা। আর আমাদের কাঙ্ক্ষিত লক্ষ পূরনে আপনাদের স্বতঃস্ফূর্ত অংগ্রহন ও সহযোগিতার আহবান করছি।

পরিবেশে মিলাদ ও দোয়ার মাধ্যমে সংগঠনের উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করে অনুষ্ঠানে সমাপ্ত হয়।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ