এম ইজাজুল হক ইজাজ:
শিক্ষানুরাগী, সমাজ সেবক, সংগঠক এবং একাধিক ব্যবসা ও সামাজিক প্রতিষ্ঠানের কর্ণধার রেজাউল করিম লিটন। বৃহত্তম পরিসরে মানবসেবার ব্রতী নিয়ে এখন স্বপ্ন দেখছেন জনপ্রতিধি হওয়ার। আগামী জাতীয় নির্বাচনে আধ্যাতিত্নক নগরী সিলেট-১ আসনের জণগণের মনোনীত সংসদ সদস্য প্রার্থী। জনপ্রতিনিধি হওয়ার ইচ্ছা সম্পর্কে জানতে চাইলে সিলেটের নিউজ টুয়েন্টিফোরকে লিটন বলেন, জনগণই আমার প্রেরণা। মানবসেবামূলক কর্মকান্ডে উদ্বুদ্ধ হয়েই তিনি জনপ্রতিনিধি হতে আগ্রহী হয়েছেন. মানুষের সেবা করতে কোনো রাজনৈতিক পদবীর প্রয়োজন নেই। মানব সেবা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। সেবা হল নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণে কাজ করা, যা মানবতার সর্বোচ্চ আদর্শের মধ্যে পড়ে। জনগণের সুখে দুঃখে সবসময় পাশে থাকতে আমার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে সকলের উপকার করতে চাই। মা মাটি ও মানুষের কল্যাণে কাজ করতে ইতিমধ্যে তিনি নির্বাচন কেন্দ্রিক আলাপ-আলোচনায় রয়েছেন। জনপ্রতিনিধি হলে ৃ অসহায় মানুষের জন্য আরো বড় পরিসরে কিছু করা সম্ভম হবে বলে নির্বাচনে করবেন। ব্যক্তিগতভাবে মানুষের কল্যাণে যেসব কাজ করেছে, জনপ্রতিনিধি হলে সেই হাতটা আরো শক্তিশালী হবে, তখন ব্যাপকভাবে কাজ করার সুযোগ থাকবে। এই প্রত্যাশা করে তিনি সিলেট-১ আসনের সর্বস্তরের জনগণের কাছে ভালোবাসা ও দোয়া চেয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি একজন জনপ্রতিনিধির মতই মানুষের পাশে থেকে সাধারণ মানুষের উপকারের কথা শোনা যায়। একজন মানুষের প্রকৃত মূল্য নির্ধারিত হয় অন্যের জন্য কতটা উপকারী হতে পারে তার মাধ্যমে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin