ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় অভিযান চালিয়ে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ রমজান মোল্লা (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ই মে) বিকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে বুধবার ১৪ই মে গভীর রাতে উপজেলার ভাওয়াল ইউনিয়নের নারানদিয়া গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে রমজানকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তার হওয়া রমজান নারানদিয়া গ্রামের আফজাল মোল্লার ছেলে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতাউর রহমান বলেন, রমজান দীর্ঘদিন ধরে ইয়াবার ব্যবসা করে আসছিল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে নারানদিয়া গ্রামে অভিযান চালিয়ে ৭০০ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে, রমজান মোল্লা একজন পেশাদার মাদক ব্যবসায়ী, রমজান মোল্লাকে আটক করা হয়েছে, তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইন নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin