লালমনিরহাট প্রতিনিধি:
গতকাল ১৪ই মে দিবাগত রাতে লালমনিরহাট জেলা সদরের গোল্ডেন বাজারের পাশেই মেইন রাস্তার সাথে দিন মজুর মো:নাজির হোসেন(৩৫) এর বসত বাড়ী বাতাসে উড়িয়ে নিয়ে গিয়ে এবং অন্য একটি বাড়ীর চালে আটকে যায় বাতাস / বৃষ্টি থামলে দেখা যায় বাড়ির সমস্ত আসবাবপত্র ভেঙে যায় কোন মানুষের হতাহতের খবর পাওয়া যায় নি । এবং একই এলাকার মোঃ খাইরুল ইসলাম (৩৮) এর হাফ ওয়াল পাকা বসত বাড়ী বাতাসে লন্ডভন্ড হয়ে যায়। এবং ঘড়ের সমস্ত আসবাবপত্র ভেঙে যায়।
লালমনিরহাট সদর এলাকা ঘুরে এরকম আরো অনেক ঘরবাড়ি ও গাছ পালার ক্ষয় ক্ষতি দেখা যায়।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin