বিয়ানীবাজার প্রতিনিধিঃ
সিলেটের বিয়ানীবাজারে নিষিদ্ধ্ব ঘোষিত ছাত্রলীগের কর্মী সন্দেহে মিজান আহমেদ নামের এক গাড়ি চালককে মার ধর করে পুলিশে দেয়ার চেষ্টার ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে বিয়ানীবাজার পৌর শহর থেকে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ে যেখানে দেখা যায় ওই যুবক বলছেন ,আমি গাড়ি চালাই, আমি রাজনীতি করি না । এ সময় ভিডিওতে দেখা যায় আটক করা ওই যুবককে স্থানীয় একটি রাজনৈতিক দলের কর্মীরা থানা নিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বলেন, সে রাজনৈতিক কোনো দলের কর্মী নয় সে গাড়ি চালক। যারা নিয়ে আসছিলো আবার তারা নিয়ে গেছে মিটমাট হয়ে গেছে।