স্টাফ রিপোর্টার :
সিলেট নগরীর শাহপরান রহঃ থানাধীন ৩৬ নং ওয়ার্ড টিলাগড় এমসি কলেজ রোড হতে বালুচর পয়েন্ট থেকে এলাকায় প্রবেশ রাস্তার দুই পাশে গরুর হাট না বসানোর দাবিতে জোনাকী সামাজিক সংস্থা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের গনসাক্ষরে লিখিত অভিযোগ জানানো হয় সিলেট জেলা প্রশাসক বরাবর ও সিলেট সিটি করপোরেশন এবং পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ে।
১৫ মে ২০২৫ ইংরেজি পশুর হাট না বসানোর দাবিতে জোনাকী সামাজিক সংস্থার প্যাডে লিখিত অভিযোগ করা হয় প্রশাসনিক দপ্তরগুলোতে।
অভিযোগে উল্লেখ :টিলাগড় এমসি কলেজ রোড হতে বালুচর পয়েন্ট উত্তরে নতুন বাজার হয়ে সমগ্র ৩৬ নং ওয়ার্ডবাসীর চলাচল এই রোড ধরে। বিগতদিনে সৈরাচার সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরন মাহমুদ নিপু ও তার দলবল বালুচর এলাকার প্রধান রাস্তায় গরুর হাট বসিয়ে জনসাধারণকে হয়রানিসহ দুর্ভোগে ফেলতো। আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করে বালুচর এলাকায় একটি কুচক্রী মহল বালুচর এলাকার প্রধান রাস্তায় গরুর হাট বসানোর পায়তারা করে যাচ্ছে, । বালুচর ৩৬ নং ওয়ার্ডে বসবাসরত লোকজন কোরবানি ঈদের আগে ও পরে প্রায় মাস ব্যাপি অস্থায়ী হাট স্থাপনের কারণে ব্যাপকভাবে মানবেতর জীবন যাপন করেন, যেহেতু চলাচলের প্রধান সড়কের ওপর অস্থায়ী গরু-ছাগলের হাট বসে, এখানে বসবাসরত নাগরিকদের যাতায়াতে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়। গরুর হাটের সময় কোনো লোক অসুস্থ হলে তাকে হাসপাতালে নেয়ার জন্য অ্যাম্বুলেন্স চলাচল করা সম্ভব হয়ে ওঠে না। মানুষ মারা গেলেও তার লাশ বহন করা দূরূহ হয়ে পড়ে। এছাড়াও গরু-ছাগলের হাট বসানোর কারণে আবাসিক এলাকাটির বসবাসের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতির সম্মুখিন হয়। এছাড়া এলাকার প্রধান সড়কটিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
যার পরিপ্রেক্ষিতে সারা বছরই প্রধান সড়কটিতে খানাখন্দ থাকায় বসবাসরত সব নাগরিকের যাতায়াতে ব্যাপক অসুবিধা পোহাতে হয়।
সড়ক দখল করে পশুর হাট বসিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করা ছাড়া কিছুই নয়। তাই আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বালুচরে ইজারার মাধ্যমে হাট বসানোর অনুমতি না দিতে জোনাকী সামাজিক সংস্থার পক্ষ হতে এলাকাবাসী গণস্বাক্ষর সহ দরখাস্ত করিলাম। উপরোক্ত বিষয় বিবেচনা করে, এলাকাবাসীর সাস্থ্যঝুকির কথা চিন্তা করে ও পরিবেশের ভারসাম্যের দিক বিবেচনা করে তদন্তপূর্বক ইজারা বাতিল করে বালুচরে হাট না বসানোর
প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করিবেন বলে আশাবাদী!
জোনাকী সামাজিক সংস্থার সভাপতি
মোঃ জালাল উদ্দীন জানান বর্তমান সময়ে দেশের পরিস্থিতি বিবেচনা করে আমরা সংগঠনের পক্ষ হতে এমন উদ্যেগ গ্রহণ করেছি, এছাড়া কিছু ক্ষতিপয় লোক পশুর হাট নিয়ে চাঁদাবাজি ও হাঙামা সৃষ্টি করে এলাকায় অরাজকতা সৃষ্টি করতে না পারে, সেজন্য ৩৬ নং ওয়ার্ড তথা বালুচর এলাকার সম্মানিত মুরব্বিদের সাথে পরামর্শ করে আমরা জোনাকী সামাজিক সংস্থার অফিসিয়াল প্যাডে প্রশাসনিক দপ্তরে লিখিত অভিযোগ করেছি! আমরা আশাবাদী যে, প্রশাসনিক দপ্তরগুলো থেকে উর্ধতন কর্মকর্তাবৃন্দ যথাযথ ব্যবস্থা গ্রহণ করিবেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin