সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতকে কলেজ রোডের প্রতিষ্ঠান ছাতক টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের আওতাধীন সবুজ কম্পিউটারে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার (১২মে) রাতে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ১৩মে প্রতিষ্ঠানের বর্তমান পরিচালক জুনেদুর রহমান বাদী হয়ে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ থেকে জানা গেছে, দোকানে থাকা নগদ অর্থ সহ প্রায়৩লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে। জানা যায়, গত ১২ মে রাতে ছাতক টেকনিকেল ট্রেনিং ইনস্টিটিউটের আওতাভুক্ত সবুজ কম্পিউটারে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। প্রতিষ্ঠানের মালিক ছাতক ডিগ্রি কলেজ শাখা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও লন্ডন প্রবাসী কামরুল হাসান সবুজ। তিনি প্রবাসে চলে যাওয়ার পর থেকে প্রতিষ্ঠানের বর্তমান পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন উপজেলার কালারুকা ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে জুনেদুর রহমান। তিনি প্রতিদিনের মতো দোকানের কার্যক্রম শেষে দোকান বন্ধ করে বাসায় চলে যান। পরদিন সকালে দোকান খুলতে, এসে দোকানের সাটারের তালা ভাঙা দেখে বিষয়টি স্থানীয়দের অবগত করেন এবং সন্ধ্যায় ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দেন। চুরেরা সাঁটারের তালা ভেঙে ভেতরে ঢুকে দোকানে থাকা দুইটি সিসি ক্যামেরা ডিভিআর, নোটবুক, মোবাইল ফোন, কম্পিউটারের দামি যন্ত্রাংশ ও নগদ অর্থ সহ প্রায় তিন লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান আকন্দ অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির ঘটনার সাথে জড়িতদের খূঁজে বের করার চেষ্টা চলছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin