মোঃ দুলাল মিয়া সিলেট প্রতিনিধি:
সিলেটের রেঞ্জ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্তৃক সিলেট জেলার শ্রেষ্ঠ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হিসেবে নির্বাচিত হন কোম্পানীগঞ্জ উপজেলার মোছাম্মৎঃ সেলিনা বেগম। ১৪ মে বুধবার সিলেট রেঞ্জের উপমহাপরিচালক মোঃ জিয়াউল হাসান তাঁর হাতে আনুষ্ঠানিকভাবে এই ক্রেস্ট ও সম্মাননা পত্র তুলে দেন তিনি।
সেলিনা বেগমের কর্মদক্ষতা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা প্রদান করা হয়েছে। সিলেট রেঞ্জের উপমহাপরিচালক তাঁর অভিনন্দন বার্তায় উল্লেখ করেন, মোছাম্মৎঃ সেলিনা বেগমের এই সাফলতায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।” তিনি আরও আশা প্রকাশ করেন যে, মোহাম্মদৎ সেলিনা বেগম তাঁর অধীনস্থদের নিয়ে আগামী দিনে আরও ভালো ও প্রশংসনীয় কাজে উদ্যমী ও উদ্যোগী হবেন।
সেলিনা বেগম তাঁর এই অর্জনের জন্য সিলেট রেঞ্জের সকল কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেনতিনি।আর বলেন এই সম্মাননা আমার জন্য উৎসাহব্যঞ্জক এবং ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনু প্রেরণা যোগাবে।”
দীর্ঘদিন ধরে কোম্পানীগঞ্জ উপজেলার আনসার ও ভিডিপি কার্যালয়ে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন সেলিনা বেগম। তাঁর এই সম্মাননা প্রাপ্তি কোম্পানীগঞ্জ উপজেলার মানুষের জন্যও গর্বের বিষয় বলে উল্লেখ করেন মঈনুল ইসলাম হেলাল।