সেলিম মাহবুব,ছাকত:
ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য সেবা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাকের উদ্যোগে বুধবার (১৪ মে) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুসরাত আরেফিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সাইদুর রহমান, ব্র্যাকের এরিয়া ম্যানেজার মোঃ মাসুদ আলম। অবহিতকরণ সভায় বক্তারা অসময়ে বৃষ্টি, অতিবৃষ্টি, খরাসহ বহুমাত্রিক দুর্যোগ ও পরিবেশের ভারসাম্যহীনতা থেকে দেশ এবং জনজীবন রক্ষায় সমাজের সকলকেই সচেতন থাকার আহবান জানান। এছাড়াও সভায় জলবায়ু সম্পর্কে ধারণা, জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিকর প্রভাব, এর প্রতিকারের কৌশল, বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা, বৃক্ষনিধন প্রতিরোধ বিষয়ে আলোচনা ও সামাজিক সচেতনতা তৈরিতে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক ভাবে করণীয় নির্ধারণে বিশ্লেষণ মুখী আলোচনা অনুষ্ঠিত হয়। ব্র্যাকের সিসিএইচ কর্মকর্তা মোমাহমুদুর রহমান জানিয়েছেন জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ছাতক উপজেলার ১৩ টি ইউনিয়ন ও একটি পৌরসভার মধ্যে প্রথম ধাপে নোয়ারাই, ইসলামপুর, কালারুকা, ছৈলা- আফজালাবাদ, ভাতগাঁও, চরমহল্লা ও উত্তর খুরমা ইউনিয়নে তাদের কার্যক্রম শুরু করা হয়েছে। পরবর্তী ধাপে উপজেলার অন্যান্য ইউনিয়ন এ কর্মসূচীর আওতায় আনা হবে। অবহিত করণ সভায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ঈমাম, গণমাধ্যম কর্মী, স্বেচ্ছাসেবক সহ বিভিন্ন শ্রেনী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin