সিলেট বুলেটিন ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এলাকার সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে ঢাবির এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম শাহরিয়ার সাম্য (২৫)। মঙ্গলবার (১৩ মে) দিনগত রাত ১২.০০ টার দিকে রক্তাক্ত অবস্থায় সাম্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শাহরিয়ার সাম্য বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ছিলেন। চিকিৎসকের বরাত দিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ ফারুক আহমদ। তিনি জানান, রাতে সহপাঠীরা সাম্যকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। এরপর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। তার পায়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাঁর মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয় সুত্রে জানা যায়, ঢাবির আই,আর ডিপার্টমেন্টের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের ছাত্র শাহরিয়ার সাম্য থাকতেন স্যার এফ রহমান হলের ২২২ নম্বর রুমে। রাতে তিনি মোটরসাইকেল যোগে ঢাবি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান মুক্ত মঞ্চের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় অন্য একটি বাইকের সঙ্গে ধাক্কা লাগলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয় তাদের মধ্যে। এক পর্যায়ে সাম্যকে ধারালো অস্ত্র দিয়ে ডান রানে আঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খালিদ মনসুর বলেন, একটি হত্যার ঘটনা ঘটেছে। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin