শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে অবৈধভাবে ভারত ঘুরে রাতের আধারে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে তিনজন বাংলাদেশিকে আটক করে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করেছে বিজিবি।
পরে বুধবার দুপুরে মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠায় পুলিশ। এর আগে মঙ্গলবার রাতে উপজেলার ভারত সীমান্তঘেঁষা বুরুঙ্গা পোড়াবাড়ী এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের পর এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলো- চাঁপাইনবাবগঞ্জ সদরের কোদালকাটি এলাকার আবুল হোসেনের পুত্র আয়াতুল্লাহ(৪৫), চর আলাতলী এলাকার কালুর পুত্র দুলাল উদ্দিন(৩১) ও একই এলাকার আ. বাসিরের পুত্র শাহাবুল(২১)।
বিজিবি ও পুলিশ সূত্র জানা যায়, গ্রেপ্তারকৃত ৩ বাংলাদেশি অবৈধভাবে ভারতে গিয়েছিলেন এবং সেখানে তারা জীবিকা নির্বাহ করতেন। পরে মঙ্গলবার রাত ১১ টার দিকে উপজেলার ভারত সীমান্তবর্তী বুরুঙ্গা পোড়াবাড়ি এলাকা দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করে তারা। এসময় বিজিবি টহল টিম তাদের আটক করে এবং বুধবার সকালে থানায় হস্তান্তর করে। এসময় গ্রেপ্তারকৃত ব্যক্তিদের কাছ থেকে ভারতীয় রুপি, মোবাইল ফোন এবং বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, অবৈধভাবে ভারত ঘুরে ফেরার পথে তিন বাংলাদেশিকে বিজিবি আটক করে৷ পরে মামলা দায়েরের পর গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে৷
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin