সেলিম মাহবুব:
বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হয়েছেন ঢাকা ডিএমপি উপ পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী। তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামের কৃতি সন্তান। চলতি মাসের ৩ তারিখ (৩ মে) বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ও গাজীপুর পুলিশ কমিশনার ড. মোঃ নাজমুল করিম খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১২১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ২০২৫ পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ঢাকা ডিএমপি উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামীকে দপ্তর সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি সুনামগঞ্জের কৃতি সন্তান পিপি অ্যাডভোকেট মল্লিক মইন উদ্দিন আহমেদ সোহেলের পুত্র। এদিকে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামীকে তার জন্মভূমির মানুষ আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin