সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতকের গোবিন্দগঞ্জ থেকে আল আমীন (২৯) নামের এক যুবক নিখোঁজ হয়েছে ।সে ছৈলা-আফজালাবাদ ইউনিয়নের খিদুরা গ্রামের বাবুল মিয়া'র পুত্র। নিখোঁজ আল আমীনের ভাই রায়হান আহমদ রেজুয়ান জানান, বাড়ি থেকে মঙ্গলবার দুপুরে গোবিন্দগঞ্জ ডাচ্-বাংলা ব্যাংকে আসে সে। ব্যাংক থেকে ৮৮ ০০০ হাজার টাকা উত্তোলন করে বিকেল ৩ টার দিকে তার এক বোনের সাথে যোগাযোগ করে টাকা উত্তোলন করেছে বলে জানায়। এরপর থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছেনা। তার সাথে থাকা মোবাইল ফোন টি ০১৭২২-৭৫৪৮৯২ বন্ধ রয়েছে। তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পেয়ে পরিবারের লোকজন তাকে খোজাখুজি করতে থাকেন। সম্ভাব্য সকল স্থানে খোজাখুজি করেও আল আমীনের সন্ধান পাওয়া যাচ্ছেনা। কোন সুহৃদ ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকলে নিম্নোক্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। আল আমীন নিখোঁজের ঘটনায় রাতে ছাতক থানায় একটি জিডি (নং ৬৫৫) করেছেন রায়হান আহমদ রেজুয়ান। যোগাযোগ মোবাইল তার বড় ভাই (01795-043039) রায়হান আহমদ রেজুয়ান।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin