সিলেট বুলেটিন ডেস্ক:
গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের ক্যাশিয়ার ও বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলার এক আসামী আজিম সরদার ওরফে আজিম সিকদারকে গ্রেফতার করেছে গাজীপুর জেলা পুলিশ। তাকে মঙ্গলবার ভোরে গাজীপুর জেলার সদর থানাধীন মির্জাপুর বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আজিম সরদার ওরফে আজিম সিকদার (৩৩) গাজীপুর জেলার সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর বাজার এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজিম সরদার ওরফে আজিম সিকদারের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার অভিযোগে দুটি মামলা রয়েছে দু'টি মামলাতে তিনি এজাহার নামীয় আসামী। তিনি মির্জাপুর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটির সদস্য এবং মির্জাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোশারফ হোসেনের ছোট ভাই। তিনি এলাকায় জাহাঙ্গীর আলমের ক্যাশিয়ার হিসাবে সকল কাজ করতেন এবং বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করতেন। তাদের স্বার্থ বিরোধী কেউ কিছু করলে শারিরীকভাবেও নাজেহাল করতেন। থানা সূত্রে জানাযায়, গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। সাম্প্রতিক সময়ে জাহাঙ্গীর আলমের বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য শুনে তিনি নাশকতার উদ্দেশে এলাকায় এসেছিলেন বলে পুলিশের ধারণা।জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম বলেন, দীর্ঘদিন পলাতক থাকার পর এলাকায় এসেছেন গোপনসূত্রে এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে মঙ্গলবার ভোররাতে দিকে তাকে মির্জাপুর বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি নিষিদ্ধ আওয়ামীলীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের নেতা। তিনি আরো বলেন, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে দুটি মামলা রয়েছে। এছাড়া তিনি স্থানীয় পোশাক কারখানায় শ্রমিক আন্দোলনে উস্কানী ও অর্থ যোগানদাতা। তাকে ইতিপূর্বেও স্থানীয় ইউটা গার্মেন্সে হামলা ও ভাংচুরের মামলায় গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। পরে তিনি জামিনে বের হয়ে আসেন। তিনি আরো বলেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin