সেলিম মাহবুব:
সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া লামাপাড়া এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ দুজনকে আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। সোমবার (১২মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে দুজনকে আটক করতে সক্ষম হয়। আটক দুই জন হলেন পাড়ুয়া এলাকার বাসিন্দা আরশ আলীর পুত্র রহমত আলী ও শিলাকুড়ি এলাকার বাসিন্দা সৈয়দ আলীর পুত্র ইসহাক আলী। আটক ব্যক্তিদের কাছ থেকে ১১ হাজার ৬০০ পিস ইয়াবা, ২ কেজি গাঁজাসহ ইয়াবা সেবনের ফয়েল পেপার আটরিল জব্দ করা হয়। এছাড়া মাদক বিক্রির নগদ ৯ হাজার ২০০ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ উজায়ের আল মাহমুদ আদনান বলেন, আটক ২ জনের বিরুদ্ধে থানায় একটি মাদকদ্রব্য মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin