শেরপুর প্রতিনিধি:
শেরপুর জেলার ঝিনাইগাতীতে সমলয় পদ্ধতিতে চাষাবাদের ধান কর্তণের শুভ উদ্বোধন করেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো: ফরহাদ হোসেন,সমবায় অফিসার মো. রুকুনুজ্জামনসহ অন্যন্য কর্মকর্তা এবং স্থানীয় কৃষকসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ঝিনাইগাতীতে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের সমলয়ে চাষাবাদের ব্লক প্রদর্শনীর ৫০ জন উপকারভোগীদের মাঝে ৫০ একর জমি চাষাবাদের জন্য বীজ, ২ টন ডিএপি সার ২.৫ টন এমওপি সার ৪.৫ টন ইউরিয়া সার প্রদান করা হয়। রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে ধানের চারা রোপনের জন্য ৪৫০০ টি সীডলিং ট্রে তে বীজতলা করা হয়।
চারার বয়স ২৮-৩০ দিন হলে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে উক্ত প্রদর্শনী প্লটে ধানের চারা রোপন করা হয়। চারা রোপনের প্রায় ৪ মাস পরে কম্বাইন হারভেস্টার যন্ত্র দ্বারা ৫০ একর জমিতে আজ ১২ মে সোমবার ধান কর্তনের উদ্বোধন করা হয়। তা ছাড়া পর্যায়ক্রমে ৫০ একর জমির ধান যন্ত্রের মাধ্যমে উপজেলা কৃষি অফিস, ঝিনাইগাতীর তত্ত্বাবধানে কর্তন করে দেয়া হবে বলে কৃষি কর্মকর্তা জানান।
তিনি বলেন, সমলয় চাষের মূল উদ্দেশ্য হচ্ছে, কৃষিতে যন্ত্রের ব্যবহারের মাধ্যমে কৃষকের উৎপাদন খরচ কমিয়ে আনা। এ পদ্ধতিতে বিঘা প্রতি ৩৫-৪০ মন ধান উৎপাদন হয়, স্বল্প সময়ে বোরো ফসল রোপন ও কর্তন, বোরো ফসল চাষে শ্রমিক খরচ সাশ্রয় ও উৎপাদন খরচ কমানো, একর্মসূচির আওতাভুক্ত ও পার্শ্ববর্তী কৃষকদের কৃষি যন্ত্রের ব্যবহার ও সমলয় চাষাবাদে উদ্বুদ্ধ করণ এবং শ্রমিকের বদলে মেশিনের ব্যবহারে উৎপাদন ব্যয় কমিয়ে আনাই আমাদের লক্ষ্য।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin