জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুর উপজেলার ৪ নাম্বার বাংলা বাজারে ফেলুডার চাপায় এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (১২ মে) দুপুর দেড়টায় ৪ নাম্বার বাংলা বাজার বালু লোডিং ফিল্ডে এঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার (১২ মে) দুপুর দেড়টায় ৪ নাম্বার বাংলা বাজার বালু লোডিং ফিল্ডে (বালু সাইটে) ফেলুডার দিয়ে বালু লোডিংয়ের সময় অসাবধনাতা অবস্থায় ফেলুডার পরিচালনা করেতে গিয়ে এক শ্রমিক চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায়। নিহত শ্রমিক জৈন্তাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের টিলাবাড়ী গ্রামের মৃত জুজু মিয়া ছেলে মো. কামাল হোসেন (৫০)। তিনি ৪ সন্তানের জনক এবং পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি।
এলাকাবাসী জানান, ফেলুডারের মালিক ৪ নাম্বার আসামপাড়া বাজারীগুল এলাকার বাসিন্ধা মা ষ্টোন ক্রাশারের মালিক জাহাঙ্গীর আলম। ফেলুডার ড্রাইভিং পরিচালনা করছিলেন জাহাঙ্গীর আলমের ছোট ভাই সাদ্দাম হোসেন (২৮)। ঘটনার পর হতে ফেলুডার চালক পলাতক রয়েছে।
খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান ঘটনাস্থলে যান। তিনি ফেলুডারের চাপায় শ্রমিক নিহতের ঘটনা নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে আমি সরজমিনে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের সুরতহাল প্রস্তুত করছি। এই ঘটনায় সঠিক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।