নিজস্ব প্রতিবেদক:
সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ে পিয়াইন নদীতে অবৈধভাবে পাথর উত্তোলন করতে গিয়ে পানিতে ডুব দিলে মাটি চাপ দিলে রজব আলী নামে এক শ্রমিকের মৃত্যু হয় ।
সোমবার (১২ মে) সকাল সাড়ে ১০টার দিকে জাফলংয়ের নয়াবস্তি এলাকায় পিয়াইন নদীর মাঝ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রজব আলী (৪০) উপজেলার মধ্যে জাফলং ইউনিয়নের বরবন হাওর গ্রামের রহমত উল্লাহর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বার্কি নৌকা নিয়ে পিয়াইন নদীতে বোমা মেশিনের গর্তে পাথর উত্তোলন করতে যায় রজব আলী। নয়াবস্তি এলাকায় দক্ষিণ দিকে পিয়াইন নদীর মাঝখানে বারকি নৌকা থেকে নেমে পাথর তুলতে থাকে। একপর্যায়ে নদীতে ডুব দিলে মাটি চাপ দেয় পানির নিচে মাটির চাপে । দীর্ঘসময় তিনি পানির নিচ থেকে না ওঠায় সঙ্গে থাকা ব্যক্তি পানিতে ডুবে দিয়ে দেখেন। রজব আলী মাটির চাপের নিচে ওঠে আশপাশে থাকা আরও বারকি শ্রমিকরা পানিতে ডুব দিয়ে মাটি সরানো শুরু করে। এসময় প্রায় আধা ঘণ্টা পর রজব আলীর মরদেহ মাটির নিচ থেকে উদ্ধার করা হয়। পরে তার আত্মীয়স্বজনসহ ও অন্য শ্রমিকরা তার মরদেহ বাড়িতে নিয়ে যায়।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin