মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জে হরিরামপুর উপজেলার বারসিক হরিরামপুর রিসোর্স সেন্টারে ১১ ই মে রোজ শনিবারবেলা ১১ ঘটিকায় সবুজ সংহতি কমিটির উদ্যোগে সবুজ সংহতি কমিটির মতবিনিময় আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা সবুজ সংহতি কমিটির সমন্বয়কারী নজরুল ইসলাম, যুগ্ন আহ্বায়ক ও সহকারী শিক্ষক শুভ্রা রায়,হরিরামপুর সেচ্ছাসেবক টিম এর সভাপতি মোহাম্মদ আলী, সেচ্ছাসেবক টিম এর সদস্য মীর শাহিদুল হাসন,হরিরামপুর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন এর সভাপতি আব্দুল করিম,পদ্মারপাড় পাঠশালার পরিচালক মীর নাদিম হোসেন ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায়, হরিরামপুর বারসিক এর প্রোগ্রাম অফিসার সত্যঞ্জন রায়,হরিরামপুর প্রেসক্লাবের সহ সভাপতি নাজমুল চৌধুরী নাহিদ প্রমূখ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin