বিয়ানীবাজার (সিলেট )প্রতিনিধি:
আহত ট্রাক চালককে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এম এজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত ট্রাক চালকের নাম রুয়েল আহমদ তিনি পৌরসভার সুপাতলার মাসুক উদ্দিনের পুত্র।
স্থানীয়রা জানান, সড়কের নিদনপুর এলাকার বিশাল বাঁকে বিপরীত দিক থেকে আসা ট্রাককে ধাক্কা দেয় যাত্রিবাহী বাস। বাসের ধাক্কায় ধুমড়ে যাওয়া ট্রাকটি সড়কে আড়াআড়ি অবস্থায় পড়ে আছে। এ ঘটনার পর বাস চালক পালিয়ে যায়। এ সময় প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রাসহ পরিবহন চালকরা আহত চালক রুয়েলকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। তার অবস্থা আশংকাজনক।দিনদিন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সিলেট-বিয়ানীবাজার-বারইগ্রাম আঞ্চলিক মহাসড়ক। বেপরোয়ার গতির কারণে প্রতি মাসে গড়ে ১০টি করে ঘটে দুর্ঘটনা। এসব দুর্ঘটনায় চালক, যাত্রিসহ পথচারীরা হতাহত হন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin