স্টাফ রিপোর্টার:
বৃটিশ বাঙ্গালী কমিউনিটির উজ্জ্বল মুখ সাংবাদিক, কলামিষ্ট ও পরিবেশবাদী সংগঠক শেবুল চৌধুরীর জীবন ও কর্ম শীর্ষক কিছু স্মৃতি কিছু কথা গ্রন্থের মোড়ক উম্মোচন ও প্রকাশনা এর অনুষ্ঠান গত ৯ মে শুক্রবার সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেল এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সোহাগ সাহিত্য গুষ্টি সিলেট-এর উদ্যোগে এবং এ সাহিত্য গৌষ্ঠীর উপদেস্টা বিশিষ্ট শিক্ষাবিদ সৈয়দ রেজাউল হক রেজা এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লে. কর্ণেল (অব.) এম আতাউর রহমান পীর।
প্রকাশনা অনুষ্ঠানে কর্মময় জীবন নিয়ে লেখক ও কবি রোটারিয়ান শফিকুর রহমান চৌধুরী‘র স্বাগত বক্তব্য মধ্য দিয়ে সূচীত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও লেখক, নর্থইস্ট ইউনিভাসিটির পরীক্ষ নিয়ন্ত্রক লিয়াকত শাহ ফরিদী, এডভোকেট কল্যাণ চৌধুরী. ড. মোস্তাক আহমদ দীন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ডা. গিয়াস উদ্দিন আহমদ, চিন্তামনি পল্লী উন্নয়ন সংস্থার সভাপতি আব্দুল হাদি পাবেল, কবি এডভোকেট কামাল তৈয়ব, এডভোকেট আব্দুল মালেক, সিনিয়র সাংবাদিক এহিয়া চৌধুরী, অধ্যাপক ও কবি সানুয়ারা আক্তার চিনু, কবি আয়েশা করিম মুন্নি, কবি মাসুদা সিদ্দিকা রুহি, কবি মিজানুর রহমান চৌধুরী, বেলাল চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান মোশাহিদ আলী প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেতে তেলাওয়ত করেন কবি কামাল আহমদ এবং কবি ও সাংবাদিক জালাল জয় এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ছড়াকার ও ব্যাংকার শাহাদাৎ বখত শাহেদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন. বৃটিশ বাঙ্গালী কমিউনিটির উজ্জ্বল মুখ পরিবেশবাদী সংগঠক শেবুল চৌধুরী এই পৃথিবীকে দেখেছেন মনের আলো দিয়ে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করে বিলেতে পাড়ি জমান। অকৃত্রিম মমত্ববোধ সম্পন্ন মানুষ সেবুল চৌধুরী বিলেতে থেকেও মানুষের অধিকার আদায়ে নিজের জীবনকে উৎসর্গ করেছেন। শেবুল চৌধুরীর কিছু স্মৃতি কিছু কথা গ্রন্থের রচিত বইটি যেকোনো মানুষের জীবনে পথ চলার অনুপ্রেরণা হবে, জীবন সংগ্রামে সাহস জোগাবে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin