ঝালকাঠি প্রতিনিধি :
নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) সাবেক সভাপতি মোত্তাকি বিল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১০ই মে) দুপুর আড়াইটার দিকে ঝালকাঠি শহর থেকে নলছিটি থানা পুলিশ তাকে গ্রেফতার করে বলে নিশ্চিত করেছেন নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফ আলী। মোত্তাকি বিল্লাহ একটি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি।
নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফ আলী জানান, মুত্তাকি বিল্লাহ'র বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে ঝালকাঠি সদর থানা পুলিশের সহায়তায় শনিবার দুপুরে সতাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অন্য কোনো মামলা আছে কি-না তা যাচাই বাছাই করা হচ্ছে। ### ১০ই মে ২০২৫ইং।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin