সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতকে সড়ক দুর্ঘটনায় হোসাইন আহমদ নামের ১০ বছর বয়সী এক শিশু মারা গেছে। সে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের নোয়াগাওঁ গ্রামের মো. নুর আলীর পুত্র ও নোয়াগাঁও হাজী আব্দুল জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর শিক্ষার্থী। শনিবার (১০ মে) দুপুরে সিলেট-সুনামগঞ্জ সড়কের নোয়াগাঁও হাজী আব্দুল জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে সড়কে এ দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় সুত্রে জানা গেছে এনা পরিবহনের সুনামগঞ্জ গামী একটি বাস (ঢাকা-মেট্রো-১৫-৪৪৫৭) পথচারী ওই শিশু' কে চাপা দিয়ে পৃষ্ট করে দ্রুত চলে গেছে। পরে দুর্ঘটনা কবলিত বাসটি পুলিশ শান্তিগঞ্জ এলাকায় আটক করেছে। ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin