বিশেষ প্রতিনিধি:
মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি" এ প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫খ্রিঃ উদ্যাপন করা হয়েছে।
শনিবার (১০ মে) সকাল ১০ ঘটিকায় চিরিরবন্দর উপজেলা রিসোর্স সেন্টারে উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখা, চিত্রাংকন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার মোছাঃ মিনারা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ ফিরোজ হোসেন খাঁন, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মনজুরুল ইসলাম, আব্দুল হাই চৌধুরী, আজাহারুল ইসলাম, সাজ্জাদ হোসেন, মোস্তারিরা বেগমসহ, উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ ও প্রতিযোগিতায় অংশগ্রহনকারী শিক্ষার্থীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ী ও প্রতিবন্ধি শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার, হিয়ারিং এইড, চশমা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরা।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin