সেলিম মাহবুব,ছাতকঃ
বাংলাদেশে অনুষ্ঠিত “পিএইচপি কোরআনের আলো“ প্রতিযোগিতা২০১৬ সালে” ২য় স্থান অর্জনকারী ও পরবর্তীতে মালেশিয়া, কাতার, সৌদিআরব, ইরান, ইন্ডিয়া সহ ৭ টি দেশে কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয়ী “হাফিজ কলিম সিদ্দিকী” কে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৭ মে) দুপুর ১২ টায় রহিমা-জুমারা হিফজুল কোরআন একাডেমী শিবনগর এর পক্ষ থেকে এ সম্মাননা প্রদান করা হয়। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা কমিটির সহ সভাপতি শাহজাহান মিয়া। বিশিষ্ট রাজনীতিবিদ আতাউর রহমান এমরানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম মাওলানা সাইদুর রহমান লিটন, মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ আব্দুল করিম, শিবনগর জামে মসজিদের ইমাম মাওলানা আবু সাঈদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি মাওলানা আরমান আলী, বিশিষ্ট মুরব্বি সাহাজ উদ্দিন, সাহাব উদ্দিন, বিরাম উদ্দিন, কয়েছ মিয়া, বাহাউদ্দিন ফাহিম, মুজিবুর রহমান, শহিদুল ইসলাম সারো প্রমুখ। অনুষ্ঠানে তিলাওয়াত ও মোনাজাত করেন বিশ্বজয়ী হাফিজ কলিম সিদ্দিকী।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin