ঠাকুরগাঁও প্রতিনিধি;
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ৬ই মে মঙ্গলবার হাসনাত আবদুল্লাহর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে হরিপুরে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন,জাতীয় নাগরিক পার্টি, হরিপুর উপজেলা শাখার মূখ্য সংগঠক, জনাব,
মোঃ মোকারব হায়দার কাঞ্চন, এছাড়াও অন্যান্য সংগঠক দের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আরাফাত হোসেন বুলবুল, মোঃ মরতুজা আলম, মোঃ সোহেল রানা, মোঃ রাসেল, মোঃ আক্তারুল ইসলাম, মোঃ সাদেকুল ইসলাম, মোঃ সুমন রেজা, মোঃ ফাহাদ হোসেন, মোঃ বাহাদুর সহ আরো অনেকে।
বিক্ষোভ মিছিলে নেতৃবৃন্দ হাসনাত আব্দুল্লাহ'র উপর হামলাকারীদের গ্রেফতারের দাবি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দানকারী সকলের নিরাপত্তা নিশ্চিত চেয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। বিক্ষোভ মিছিলের এক পর্যায়ে মোকারব হায়দার কাঞ্চন জানান, হাসনাত আবুল্লাহ একজন রাষ্ট্রীয় সম্পদ, আর তার উপর যারা হামলা চালিয়েছে তাদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না, তাদের একটিই পরিচয় তারা সন্ত্রাসী। আর এই সন্ত্রাসীদেরকে দ্রুত গ্রেফতার করতে হবে। তিনি আরো বলেন, হরিপুর উপজেলা প্রশাসনকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। বড় বড় রাজনৈতিক দলগুলো যেন প্রশাসনের কাজে নগ্ন হস্তক্ষেপ না করে। তিনি স্বাধীন বাংলাদেশে যেন একটি স্বাধীন বিচার ব্যবস্থা রাষ্ট্রীয় ভাবে কায়েম করা হয় তারও দাবি জানিয়েছেন।
এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ হাসনাত আব্দুল্লাহ'র উপর হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের জোর দাবি জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin