কলমাকান্দা প্রতিনিধি:
স্বপ্নের মতো এক সবুজ রাজ্য, পাহাড়ের কোলে জড়িয়ে থাকা নীল জলরাশি আর মেঘের ভেলা... কলমাকান্দা এ যেনো বাংলাদেশের বুকের মাঝে লুকিয়ে থাকা এক টুকরো কাশ্মির!নেত্রকোণার এই ছোট্ট স্বর্গটিতে গেলে মনে হয়, প্রকৃতি তার সমস্ত সৌন্দর্য ঢেলে দিয়েছে এখানে। পাহাড়ি ঝরনা, বিশাল হাওর আর পাহাড়ঘেরা গ্রামগুলো যেন ছবি এঁকে রেখেছে প্রকৃতির ক্যানভাসে। সকালে সূর্যের আলোর খেলা আর বিকেলের মেঘলা রূপ—সবকিছুতেই এক অপূর্ব শান্তি মিশে থাকে।
কলমাকান্দা শুধু জায়গা নয়, এটা অনুভূতির নাম। যারা এখনো যাননি, তাদের বলবো—একবার গিয়ে নিজের চোখে দেখে আসুন এই অপরূপ সৌন্দর্য। হৃদয় জুড়িয়ে যাবে, মন হারিয়ে যাবে মেঘ-পাহাড়ের মায়ায়। কলমাকান্দা #বাংলাদেশেরকাশ্মির ভ্রমণ প্রকৃতিপ্রেম
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin