স্টাফ রিপোর্টার
নেত্রকোণা জেলা অটো অ্যান্ড হাস্কিং চালকল মালিক সমিতির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠান আজ (৪ মে) দুপুর ৩টায় বড়বাজারস্থ সালতি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান খান রিজভী। সঞ্চালনা করেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন খান চঞ্চল।
অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুল হক, জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, সাবেক সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আমিনুল হক খান মুকুল, সাবেক সহসভাপতি ইমরান খান চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক এস. এম. শফিকুল কাদের সুজা, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সামছুল আলম মারুফ, পৌর বিএনপির সাবেক সভাপতি মাসুদুল আজিজ টিটু, সৈয়দ জাহেদুল আলম, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ রানা চৌধুরী, জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি সৈয়দ আব্দুল মোতালিব, পূর্বধলা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইয়েদ আল মামুন শহীদ ফকির, আব্দুল হান্নান তালুকদার, সানাউল হক মাসুম, মেহেদী হাসান খান অন্তরসহ অন্যান্য মিল মালিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে ১১ সদস্য বিশিষ্ট নবগঠিত আহ্বায়ক কমিটির সকল সদস্যকে পরিচয় করিয়ে দেওয়া হয়
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin