সেলিম মাহবুব,:
জৈন্তাপুর মডেল থানা পুলিশ তামাবিল সড়কে চেকপোস্ট বসিয়ে ভারতীয় মদ পাচারকালে একটি সিএনজি চালিত অটোরিকশা সহ একজনকে আটক করেছে পুলিশ। আটক মোঃ তারেক মিয়া (২৮) শাহপরান বিএডিসি গুচ্ছগ্রাম এলাকার মৃত ইউসুফ আলীর পুত্র। পুলিশ সূত্রে জানা যায়,শুক্রবার জৈন্তাপুর উপজেলার মোকাম বাড়ী এলাকায় তামাবিল মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালায় পুলিশ। এ সময় দুপুর ২:৩০ ঘটিকার সময় জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক রাজন দেবের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স তামাবিল মহাসড়কে একটি সিএনজি চালিত অটোরিকশায় তল্লাশী চালিয়ে ৪৫ বোতল বিভিন্ন ব্রান্ডের ভারতীয় মদ উদ্ধার করে মোঃ তারেক মিয়াকে আটক করে পুলিশ। মদ উদ্ধার ও একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোঃ বদরুজ্জামান। তিনি বলেনএ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।