সেলিম মাহবুব:
সুনামগঞ্জের ছাতকে ‘টিম ছাতক’র আয়োজনে মুসাফির, অসহায় ও দুস্থদের মাঝে বিনামূল্যে অতিথিয়েতা খাবার বিতরণ ‘সরাইখানা’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২ মে বাদ জুম্মা শহরের চাঁদনীঘাট পার্ক এলাকায় মুসাফির ও অসহায় পথচারী দুস্থদের মাঝে বিনামূল্যে এক বেলা খাবার প্রদানের “সরাইখানা”র আয়োজন করা হয়। এখানে একবেলা তৃপ্তির সাথে খাবার খেয়েছেন অসহায় ও ছিন্নমুল মানুষ। অর্ধশত লোকের খাবার- দাবার শেষে দোয়া করেন টিম ছাতক’র সদস্য মঈনুল ইসলাম। টিম ছাতক” র সদস্য হাবিবুর রহমানের পিতা ও সদস্য সালমান রহমানের দাদার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ছাতক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া মাজকুর পাবেল, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সাংবাদিক সেলিম মাহবুব, অন্যান্যদের মধ্যে আরও ছিলেন, টিম ছাতক’র দায়িত্বশীল মোঃ সাঈদুর রহমান সাঈদ, মোঃ জুবায়েদ আহমেদ, সদস্য মীর তানিব, ইফতেখার আহমেদ সাজিদ, মঈনুল ইসলাম, শামিম আহমেদ, জামরুল ইসলাম রেজা, রুহেতুল হক সাহাত, ইসলাম উদ্দিন প্রমুখ ।