সেলিম মাহবুব,:
কোম্পানীগঞ্জে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) অভিযান চালিয়ে ২৪৯ বোতল ফেন্সিডিল, একটি মোটর সাইকেল ও প্রাইভেট কার সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ।
শুক্রবার (০২ মে) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম ইসলামপুর ইউনিয়ন থেকে অভিযান চালিয়ে প্রাইভেট কার, মোটর সাইকেল, ফেন্সিডিল সহ দুইজনকে আটক করা হয়। আটককৃতরা কোম্পানীগঞ্জের উত্তর রনিখাই ইউনিয়নের বতুমারা গ্রামের মৃত ধনু মিয়ার ছেলে মোঃ আলা উদ্দিন (৩৫) ও একই ইউনিয়নের বরম সিদ্দিপুর গ্রামের মোঃ আসাদুল হকের ছেলে মোঃ শাহীন আহমদ (২৭)।থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। কোম্পানীগঞ্জে ফেনসিডিলসহ দুইজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে,এম, শহিদুল ইসলাম সোহাগ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin