নিজস্ব প্রতিবেদক:
সিলেটের জৈন্তাপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আহাদ’ বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর শ্রীপুর পাথর কোয়ারী থেকে পাথর লুট, চাদাবাজি সহ নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় একটি স্বার্থনেষী মহল তাকে ফ্যাসিস্ট সরকারের দোস’র আখ্যা দিয়ে নানা অপপ্রচার চালাচ্ছে। এমন অপপ্রচার বন্দে ইউনিয়ন বিএনপির আয়োজনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বিকালে ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুল কাইয়ুম’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাউসার আহমদ’র সঞ্চালনায় উপজেলার ৪নং বালাবাজার সংলগ্ন এলাকায় এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন,বিএনপি নেতা মো.আবুল কালাম আজাদ,সুনো মিয়া,,হজরত আলী,আমির আলী সহ আরো অনেকেই। বিএনপি নেতা আব্দুল আহাদের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে তা সুষ্ঠ তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা।