শেরপুর প্রতিনিধি:
শেরপুর জেলার ঝিনাইগাতীতে স্বেচ্ছাসেবী সংগঠন বিউটি অফ ঝিনাইগাতী সংগঠনের ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে জন্মদিন পালিত হয়েছে।
বিউটি অফ ঝিনাইগাতী পরিবারের ২য় তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে বিউটি অফ ঝিনাইগাতী পরিবারের সকল মেম্বার, এডমিন,মডারেটর ও স্বেচ্ছাসেবী ‘সংগঠনের পক্ষ থেকে সকলকে ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানানো হয়।
বিগত সময়ে সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতায় এবং সক্রিয় অংশগ্রহণে সম্মিলিত প্রয়াসে এই প্লাটফর্মটি হয়ে উঠেছে এক উজ্জ্বল উদাহরণ।
“বিউটি অফ ঝিনাইগাতী পরিবার” এর প্রতিটি সহযোদ্ধাদের যারা অক্লান্ত শ্রম দিয়ে নিঃশ্বার্থ ভাবে স্বেচ্ছায় মানবতার কল্যানে অতি প্রিয় উপজেলার মাটির বুকে বসবাসকৃত মানব সমাজ ছাড়াও দেশে এবং দেশের বাইরে নিজেদের সংস্কৃতি তুলে ধরার চেষ্টা করেছেন।
স্বেচ্ছাসেবী সংগঠন বিউটি অফ ঝিনাইগাতী সমাজের অসহায়-অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো সহ প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে ও সর্বস্তরের মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা মো:পারভেজ বলেন আশা করি, আগামীতেও এভাবেই আমরা একসাথে পথ চলবো,সৌন্দর্য, সংস্কৃতি এবং সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেবো সবার মাঝে।
আপনাদের দোয়া,ভালোবাসা ও সহযোগিতায় এগিয়ে যাক অতি প্রিয় ঝিনাইগাতী নগরীর প্রান্তরে গড়ে ওঠা সহযোগী ও পরিবেশ বান্ধব সংগঠন বিউটি অফ ঝিনাইগাতী। উক্ত স্বেচ্ছাসেবী সংগঠন বিউটি অফ ঝিনাইগাতী সংগঠনের ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মো:আশরাফুল আলম রাসেল,সমাজসেবা অফিসার সানজা হোসাইন সানি,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ সংগঠক লুৎফর রহমান লাজু,সংগঠনের মডারেটর হৃদয় হাসান জামান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin