সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতকের সিংচাপইড় ইউনিয়নের মামন্দপুর গ্রামে দু'পক্ষের সংঘর্ষে ৫ ব্যক্তি আহত হয়েছেন।গুরুতর আহত মৃত সাজিদ আলীর পুত্র জবান আলী (৬৫) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহত মাফিজ আলীর পুত্র লিটন মিয়া (৩৫), রাজু আহমদ (২৫), মৃত তৈয়ব আলীর পুত্র মদরিছ আলী(৬০), হাজী সিদ্দিক আলীর পুত্র মিজান হোসেন (২০) কে কৈতক হাসপাতালে ভর্তি, চিকিৎসা প্রদান করা হয়েছে। শুক্রবার গ্রামের মসজিদে নামাজের পর জবান আলী ও আনসার আলীর মধ্যে কথা কাটাকাটি নিয়ে দু'পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের সুত্র মতে জানাগেছে, মামন্দপুর জামে মসজিদের পাশে একটি ছোট টিনের চাপটি ঘর আছে। ঐ ঘরে গ্রামের আনসার আলী (৪০), রোকন(২৫), নজির আলী (২০), জাকির হোসেন (২৫), আব্দুস সালাম (২৫), জুয়েল (৩০), বাদশা (২৫), ওলাশ (৪৫), গৌছ আলী (৬০), সুজন মিয়া (৩৫), এদের মধ্যে কেউ কেউ বসে আড্ডা দিতেন। ঘরটি মসজিদের পাশে হওয়ায় গ্রামের পঞ্চায়েতের জাবান আলী (৬৫), মইনুল ইসলাম (৩৫), লিটন মিয়া (৩৫), কামাল হোসেন (৩০), রাজু আহমেদ (২৫), মদরিস আলী (৬০), মুকিত আলী (২৫), মিজান হোসেন (২০), মোহাম্মদ রফিক (২৫), এদের আড্ডা দেওয়ায় নিষেধ বাঁধা করেন। শুক্রবার আড্ডা ঘরটি মসজিদের পাশ থেকে সরিয়ে নেয়ার জন্য নামাজের পর আলোচনা হয়। কিন্তু অপর পক্ষ ঘর সরাতে রাজি হয়নি। এ নিয়ে দু'পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও মারামারির ঘটনা ঘটেছে। ঘটনার খবর পেয়ে জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইউপি সদস্য শান্ত কে সাথে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। পুলিশ জানায় এ ঘটনায় এখনও এলাকায় উত্তেজনা রয়েছে। জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin