সিলেট বুলেটিন ডেস্ক:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তার অনন্য প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্যের জন্যই পরিচিত। তবে বন্ধের দিনে এই সৌন্দর্য যেন বহিরাগতদের বিনোদনের কেন্দ্রস্থলে পরিণত হয়। বিশ্ববিদ্যালয়ের খোলামেলা পরিবেশ, বিশাল জলাশয় আর রঙিন ফুলের সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসেন অসংখ্য মানুষ।
সরেজমিনে দেখা যায়, তাদের অনেকেই দায়িত্বজ্ঞানহীন আচরণ করছে। কেউ কেউ নিজেদের খুশিমতো ফুল ছিড়ে নিচ্ছে
, কেউবা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ছবি তুলছে। যা একদিকে পরিবেশের ক্ষতি করছে, অন্যদিকে সৃষ্টি করছে নিরাপত্তার ঝুঁকি।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন অবহেলার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের ৫১তম ব্যাচের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তারেক আহমেদ বলেন, ছুটির দিনে আমাদের বিশ্ববিদ্যালয় বহিরাগতদের ভিড়ে যেন একটি পার্কে পরিণত হয়। কেউ ইচ্ছেমতো ফুল ছিঁড়ছে, কেউবা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ছবি তুলছে। ক্যাম্পাসে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলছে। এমন আচরণ কেবল পরিবেশের ক্ষতি করে না, বরং চলাচলের বিঘ্ন ও নিরাপত্তার ঝুঁকি তৈরি করে। যদি প্রশাসন এসব বিষয়ে কার্যকর ভূমিকা পালনে ব্যর্থ হয়, তবে আমাদেরই সচেতন হতে হবে। নিজেদের ক্যাম্পাস, পরিবেশ ও ভবিষ্যৎ রক্ষার স্বার্থে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin