তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি :
তাহিরপুরে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন করা হয়েছে।বৃহস্পতিবার দুপুরে তাহিরপুর উপজেলা বি এনপির কার্যালয় থেকে একটি রেলী বেড় হয়।রেলিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বি এনপি কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
শ্রমিকদল তাহিরপুর উপজেলা শাখার সভাপতি ফেরদৌস আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমদাদুল হুদার সঞ্চালনায় বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা বি এনপির আহ্বায়ক কমিটির সদস্য ও এমপি প্রার্থী আনিসুল হক, বক্তব্য রাখেন উপজেলা বি এনপির আহ্বায়ক বাদল মিয়া, উপজেলা বি এনপির সিনিয়র যুগ্ম আহব্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী, যুগ্ম আহব্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, যুগ্ম আহব্বায়ক রাখাব উদ্দিন, বি এনপি নেতা সাইদুল কিবরিয়া, বাবরুল হাসান বাবলু,নজরুল সিকদার, উপজেলা কৃষকদল আহব্বায়ক লুৎফর রহমান,সদস্য সচিব আবুল কালাম, যুবদল আহব্বায়ক এনামুল হক এনাম,উপজেলা ছাত্রদল আহ্বায়ক আবু হাসান রাসেল, যুগ্ম আহব্বায়ক মুন্না, ইউনিয়ন যুবদল সভাপতি আব্দুল বারিক, উত্তর বড়দল ইউনিয়ন যুবদল সভাপতি আক্তার হুসেন, ছাত্রদল নেতা রাহুল, রাব্বি, ওহি,প্রমুখ।
কেন্দ্রীয় কৃষক দল সহ সাধারণ সম্পাদক আনিসুল হক বলেন , শ্রমিক-মালিক এক হয়ে, গড়ব এ দেশ নতুন করে।’শ্রমিক-মালিক সুসম্পর্কের মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে মে দিবসের গুরুত্ব অপরিসীম। দেশের টেকসই উন্নয়নে দিবসটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শ্রমিক ও মালিক পরস্পরের পরিপূরক। তাদের যৌথ প্রচেষ্টাই একটি শক্তিশালী, আত্মনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারে। দেশের পোশাক খাত, কৃষি, শিল্প, নির্মাণ, পরিবহণ, প্রযুক্তি-প্রতিটি খাতের উন্নতির পেছনে রয়েছে শ্রমিক এবং মালিকের মেধা ও প্রাণান্তকর পরিশ্রম।
তাহিরপুর উপজেলা বি এনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী বলেন, এ দেশকে নতুন করে গড়ে তুলতে ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা এবং আস্থার পরিবেশ সুদৃঢ় করতে হবে। আমরা ঐক্য ও সহযোগিতার ধারা অব্যাহত রাখলে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবে রূপ নেবে।তিনি বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এনপি ক্ষমতায় থাকতে এদেশে শ্রম আইন সংস্কার ও আধুনিকরন ও মুজুরি কমিশন গঠন গার্মেন্টস শ্রমিকদের ন্যুনতম মজুরি নির্ধারন, বাস্তবায়ন ও বোনাস গ্রহনের ব্যাবস্থা গ্রহন, শ্রমিক কল্যান ফাউন্ডেশন গঠন,গার্মেন্টস শ্রমিকদের সন্তানদের লেখাপড়া চিকিৎসার বিশেষ ব্যাবস্থা গ্রহনের মাধ্যমে বাংলাদেশ শ্রমিক সমাজের ভাগ্যোন্নয়নে যথাযত কর্মসূচি গ্রহন করেছেন।আমরা আগামীতে ক্ষমতায় আসিন হলে শ্রমিকদের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবো।